ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার্তদের পাশে দাঁড়াতে ভালাইপুরে পথ কনসার্ট

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫ বার পড়া হয়েছে

বন্যার্তদের পাশে দাঁড়াতে সারাদেশে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান একত্রে কাজ করছে। সংকটময় পরিস্থিতি মোকাবিলায় তারা ত্রাণ সংগ্রহ, বিতরণ ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ইতিমধ্যে বিশেষ ভূমিকা পালন করতে দেখা গেছে। তারা স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, চাকরিজীবী এবং সাধারণ জনগণের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করছেন। শিক্ষার্থীদের এই উদ্যোগে অনেকেই সাড়া দিয়েছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে খাদ্য, বস্ত্রসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছেন। তাছাড়া আর্থিক সহায়তাও করছেন যে যার সাধ্যমতো।

এদিকে, বন্যার্তদের পাশে দাঁড়াতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। তাদের উদ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়াতে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পথ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ‘দেশ ভাসছে বন্যায় নীরব থাকা অন্যায়’ স্লোগানে গতকাল শনিবার চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারে জেলার সাংস্কৃতিক কর্মীবৃন্দ ব্যানারে এ পথ কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে জেলার বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র ও অঙ্গনের শিল্পীরা গান পরিবেশন করেন। এসময় তাদের সামনে রাখা ছোট ছোট বাক্সে শ্রোতারা বন্যার্তদের জন্য যে যার সাধ্যমতো অনুদান প্রদান করেন। বিকেল ৪টা থেকে চলা এ পথ কনসার্ট শেষ হয় সন্ধ্যায়। পথ কনসার্টের খরচ বাদ দিয়ে এখন পর্যস্ত চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা ২ লাখ ৪ হাজার টাকা ৭৩৫ টাকা বন্যার্তদের জন্য গচ্ছিত রেখেছেন।

পথ কনসার্টে গান পরিবেশনকারী শিল্পীদের মধ্যে হিরণ উর রশিদ বলেন, ‘আমরা জেলা শহর, আলমডাঙ্গা, সরোজগঞ্জ, দর্শনা ও কার্পাসডাঙ্গায় ইতোপূর্বে পথ কনসার্ট করেছি। আজ (গতকাল) ভালাইপুরের পথ কনসার্টের মধ্য দিয়ে এর শেষ হলো। তিনি বলেন, আমাদের সংগ্রহ করা মোট টাকার সামান্য একটি অংশ শিল্পী ও কনসার্ট খরচে ব্যায় হয়েছে। আমাদের কাছে ২ লাখ ৪ হাজার ৭৩৫ টাকা গচ্ছিত রয়েছে। যা আমরা সরাসরি বন্যাকবলিত এলাকায় গিয়ে বন্যা কবলিতদের পুনর্বাসনের জন্য খরচ করবো।’
গতকাল ভালাইপুরের পথ কনসার্টের উপস্থাপনা করেন শিল্পী মানিক এবং হোসেন বাপ্পী। গান পরিবেশন করেন সুবর্ণা সোভা, আলামিন দেওয়ান, লিমন খোন, শরিফ হাসান, সোহাগ ও এসকে আরিফ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বন্যার্তদের পাশে দাঁড়াতে ভালাইপুরে পথ কনসার্ট

আপলোড টাইম : ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

বন্যার্তদের পাশে দাঁড়াতে সারাদেশে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান একত্রে কাজ করছে। সংকটময় পরিস্থিতি মোকাবিলায় তারা ত্রাণ সংগ্রহ, বিতরণ ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ইতিমধ্যে বিশেষ ভূমিকা পালন করতে দেখা গেছে। তারা স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, চাকরিজীবী এবং সাধারণ জনগণের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করছেন। শিক্ষার্থীদের এই উদ্যোগে অনেকেই সাড়া দিয়েছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে খাদ্য, বস্ত্রসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছেন। তাছাড়া আর্থিক সহায়তাও করছেন যে যার সাধ্যমতো।

এদিকে, বন্যার্তদের পাশে দাঁড়াতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। তাদের উদ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়াতে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে পথ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ‘দেশ ভাসছে বন্যায় নীরব থাকা অন্যায়’ স্লোগানে গতকাল শনিবার চুয়াডাঙ্গার ভালাইপুর বাজারে জেলার সাংস্কৃতিক কর্মীবৃন্দ ব্যানারে এ পথ কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে জেলার বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র ও অঙ্গনের শিল্পীরা গান পরিবেশন করেন। এসময় তাদের সামনে রাখা ছোট ছোট বাক্সে শ্রোতারা বন্যার্তদের জন্য যে যার সাধ্যমতো অনুদান প্রদান করেন। বিকেল ৪টা থেকে চলা এ পথ কনসার্ট শেষ হয় সন্ধ্যায়। পথ কনসার্টের খরচ বাদ দিয়ে এখন পর্যস্ত চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা ২ লাখ ৪ হাজার টাকা ৭৩৫ টাকা বন্যার্তদের জন্য গচ্ছিত রেখেছেন।

পথ কনসার্টে গান পরিবেশনকারী শিল্পীদের মধ্যে হিরণ উর রশিদ বলেন, ‘আমরা জেলা শহর, আলমডাঙ্গা, সরোজগঞ্জ, দর্শনা ও কার্পাসডাঙ্গায় ইতোপূর্বে পথ কনসার্ট করেছি। আজ (গতকাল) ভালাইপুরের পথ কনসার্টের মধ্য দিয়ে এর শেষ হলো। তিনি বলেন, আমাদের সংগ্রহ করা মোট টাকার সামান্য একটি অংশ শিল্পী ও কনসার্ট খরচে ব্যায় হয়েছে। আমাদের কাছে ২ লাখ ৪ হাজার ৭৩৫ টাকা গচ্ছিত রয়েছে। যা আমরা সরাসরি বন্যাকবলিত এলাকায় গিয়ে বন্যা কবলিতদের পুনর্বাসনের জন্য খরচ করবো।’
গতকাল ভালাইপুরের পথ কনসার্টের উপস্থাপনা করেন শিল্পী মানিক এবং হোসেন বাপ্পী। গান পরিবেশন করেন সুবর্ণা সোভা, আলামিন দেওয়ান, লিমন খোন, শরিফ হাসান, সোহাগ ও এসকে আরিফ।