ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ও সহায়তার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:৪০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর শাখার ৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ ও আহতদের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় শহরের ইসলামপাড়ায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মিনহাজ উদ্দিন মণ্ডল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নজরুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীতে কোনো জালেম শাসকরা রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে পারেনি। তেমনি বাংলাদেশের শেখ হাসিনা জালেম সরকারও টিকে থাকতে পারেনি। ছাত্র-জনতা রক্তের বিনিময়ে এই স্বৈরাচার শাসক থেকে দেশকে মুক্ত করেছে। তিনি বলেন, এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে সকলকে ইসলামের ছায়াতলে আসতে হবে। দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে সমাজের সকল মানুষকে একসাথে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে কাজ করতে হবে। এসময় তিনি উপস্থিত সকলের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ও সহায়তার আহ্বান করেন।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠারে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুব আশিক শফি, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইমরান হোসেন, কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, আব্দুস সবুর ও আমিরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আব্দুল আজিজ। দোয়া পরিচালনা করেন পৌর প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা ইকবাল হুসাইন। দোয়ার পূর্বে ইসলামী সংগীত পরিবেশন করেন রুহুল কুদ্দুসসহ পৌর ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ও সহায়তার আহ্বান

আপলোড টাইম : ০৪:৪০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর শাখার ৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ ও আহতদের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় শহরের ইসলামপাড়ায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মিনহাজ উদ্দিন মণ্ডল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নজরুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীতে কোনো জালেম শাসকরা রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে পারেনি। তেমনি বাংলাদেশের শেখ হাসিনা জালেম সরকারও টিকে থাকতে পারেনি। ছাত্র-জনতা রক্তের বিনিময়ে এই স্বৈরাচার শাসক থেকে দেশকে মুক্ত করেছে। তিনি বলেন, এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে সকলকে ইসলামের ছায়াতলে আসতে হবে। দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে সমাজের সকল মানুষকে একসাথে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে কাজ করতে হবে। এসময় তিনি উপস্থিত সকলের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ও সহায়তার আহ্বান করেন।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠারে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুব আশিক শফি, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইমরান হোসেন, কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, আব্দুস সবুর ও আমিরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি আব্দুল আজিজ। দোয়া পরিচালনা করেন পৌর প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা ইকবাল হুসাইন। দোয়ার পূর্বে ইসলামী সংগীত পরিবেশন করেন রুহুল কুদ্দুসসহ পৌর ও ওয়ার্ড নেতৃবৃন্দ।