ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদার চিৎলায় সরকারি গাছ কাটার অভিযোগ

বন্ধ করলেন এসিল্যান্ড, তদন্তের পর ব্যবস্থা

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৪:৩২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ১২ বার পড়া হয়েছে

দামুড়হুদার চিৎলায় জাগরণী চক্রের বিরুদ্ধে সড়কের পাশে লাগানো গাছ কাটার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা-জুড়ানপুর সড়কের পাশে জাগরণী চক্রের অফিসের সামনে লাগানো বিভিন্ন প্রজাতির ৯টি গাছ কাটা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিৎলায় জাগরণী চক্রের অফিসের সামনে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়। এসময় দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম বাবলুর নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা গাছ কাটায় বাঁধা দেন। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাকে জানালে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমানকে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি সড়কের পাশে লাগানো ৮টি মেহগনি ও একটি নিম গাছ কাটা চলছে দেখেন এবং গাছ কাটা বন্ধ করে দেন।

তিনি বলেন, কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে এবং যথাযথ নিয়ম না মেনে কোনোভাবেই সড়কের পাশে লাগানো গাছ কাটা যাবে না। এসময় জাগরণী চক্রের এক নারী কর্মকর্তা সমিতির সদস্যদের লাগানো গাছ দাবি করলে কেএইচ তাসফিকুর রহমান বলেন, গাছ আপনাদের না সরকারের, সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন তহশিল অফিসের ভূমি কর্মকর্তা পান্না আলী, অফিস সহায়ক আবুল হাশেম, বিএনপি নেতা মজনুর রহমান, উপজেলা যুবদল নেতা খোকন আলী প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদার চিৎলায় সরকারি গাছ কাটার অভিযোগ

বন্ধ করলেন এসিল্যান্ড, তদন্তের পর ব্যবস্থা

আপলোড টাইম : ০৪:৩২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

দামুড়হুদার চিৎলায় জাগরণী চক্রের বিরুদ্ধে সড়কের পাশে লাগানো গাছ কাটার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা-জুড়ানপুর সড়কের পাশে জাগরণী চক্রের অফিসের সামনে লাগানো বিভিন্ন প্রজাতির ৯টি গাছ কাটা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিৎলায় জাগরণী চক্রের অফিসের সামনে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়। এসময় দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম বাবলুর নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা গাছ কাটায় বাঁধা দেন। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাকে জানালে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমানকে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি সড়কের পাশে লাগানো ৮টি মেহগনি ও একটি নিম গাছ কাটা চলছে দেখেন এবং গাছ কাটা বন্ধ করে দেন।

তিনি বলেন, কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে এবং যথাযথ নিয়ম না মেনে কোনোভাবেই সড়কের পাশে লাগানো গাছ কাটা যাবে না। এসময় জাগরণী চক্রের এক নারী কর্মকর্তা সমিতির সদস্যদের লাগানো গাছ দাবি করলে কেএইচ তাসফিকুর রহমান বলেন, গাছ আপনাদের না সরকারের, সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন তহশিল অফিসের ভূমি কর্মকর্তা পান্না আলী, অফিস সহায়ক আবুল হাশেম, বিএনপি নেতা মজনুর রহমান, উপজেলা যুবদল নেতা খোকন আলী প্রমুখ।