ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে সন্ধ্যারাতে মোটরসাইকেল থামিয়ে ছিনতাই

বোমা হামলায় যুবক মারাত্মক জখম

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০২:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৫ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে ছিনতাইকারীদের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে মাজেদুর রহমান (৩৫) নামের এক চাকরিজীবী গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভোমরদহ—করমদী সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখম সাজেদুরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মাজেদুর রহমান নাটোর জেলার বাগাদিপাড়া উপজেলার পাচুরিয়া গ্রামের সেকেন্দার রহমানের ছেলে ও গ্লোব ফার্মাসিটিক্যাল লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ হিসেবে গাংনীতে কর্মরত আছেন।
জানা গেছে, গতকাল রাতে গাংনীর তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে কালেকশন শেষে ভোমরদহ থেকে করমদী সড়ক হয়ে গাংনী ফিরছিলেন মাজেদুর রহমান। পথের মধ্যে একটি ছিনতাইকারী চক্র মোটরসাইকেলযোগে তার গতিরোধ করে। এসময় তার কাছে থাকা টাকা ও মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। মাজেদুল তাদের বাধা দিলে ছিনতাইকারী চক্রটি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এবং মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে পালানোর সময় একটি বোমা বিষ্ফোরণ ঘটায়। এসময় স্থানীয়রা দ্রুত সেখানে পৌঁছে মাজেদুরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে জখম গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মাজেদুলের দুই হাতে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, বোমা হামলা ও ছিনতাইয়ের খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে সন্ধ্যারাতে মোটরসাইকেল থামিয়ে ছিনতাই

বোমা হামলায় যুবক মারাত্মক জখম

আপলোড টাইম : ০২:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

মেহেরপুরের গাংনীতে ছিনতাইকারীদের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে মাজেদুর রহমান (৩৫) নামের এক চাকরিজীবী গুরুতর জখম হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভোমরদহ—করমদী সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখম সাজেদুরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মাজেদুর রহমান নাটোর জেলার বাগাদিপাড়া উপজেলার পাচুরিয়া গ্রামের সেকেন্দার রহমানের ছেলে ও গ্লোব ফার্মাসিটিক্যাল লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ হিসেবে গাংনীতে কর্মরত আছেন।
জানা গেছে, গতকাল রাতে গাংনীর তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে কালেকশন শেষে ভোমরদহ থেকে করমদী সড়ক হয়ে গাংনী ফিরছিলেন মাজেদুর রহমান। পথের মধ্যে একটি ছিনতাইকারী চক্র মোটরসাইকেলযোগে তার গতিরোধ করে। এসময় তার কাছে থাকা টাকা ও মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। মাজেদুল তাদের বাধা দিলে ছিনতাইকারী চক্রটি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এবং মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে পালানোর সময় একটি বোমা বিষ্ফোরণ ঘটায়। এসময় স্থানীয়রা দ্রুত সেখানে পৌঁছে মাজেদুরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে জখম গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মাজেদুলের দুই হাতে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, বোমা হামলা ও ছিনতাইয়ের খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।