ইপেপার । আজ সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের রোগীদের টিকিট থেকে শেখ মুজিবের ছবি অপসারণের দাবি

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৪:০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৭ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে বহির্বিভাগের রোগীদের টিকিট থেকে শেখ মুজিবের ছবি অপসারণের দাবি জানালেন বিএনপির নেতারা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম বাবলুর নেতৃত্বে নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এসময় তারা দেখেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নিকট শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত বহির্বিভাগের টিকিট বিতরণ করা হচ্ছে। তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানির নিকট এ ব্যাপারে অভিযোগ করেন।

এসময় উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম বাবলু বলেন, শেখ মুজিবার রহমান বিশিষ্ট রাজনৈতিক নেতা। তার অবদান অস্বীকার করার উপায় নেই। কিন্তু ওনার কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক নেতাদের খাটো করে তার পিতাকে সর্বক্ষেত্রে বেশি ফোকাস করতে গিয়ে ছাত্র-জনতার বিরক্তির কারণ হয়েছিলেন এবং গণহত্যা চালিয়েছেন। যার ফলে শেখ হাসিনার পতন হলো। আমরা হাসপাতালের টিকিট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ চাই।
আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানি বলেন, ‘এর আগেও আমার কাছে অভিযোগ এসেছিল। তখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নতুন টিকিট না আসা পর্যন্ত শেখ মুজিবের ছবির ওপর সিল ব্যবহার করে রোগীদের দিচ্ছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, এখন পর্যন্ত সরকারের কাছ থেকে নতুন কোনো বহির্বিভাগের টিকিট পায়নি। তাই আগের টিকিটগুলোতে আমরা কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক টিকিটে শেখ মুজিবের ছবির ওপর সিল মেরে রোগীদের দিচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা আ. সালাম, খোকন আলী, আলমগীর হোসেন, আওয়াল হোসেন, ছাত্রদল নেতা ইমরান হুসাইনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের রোগীদের টিকিট থেকে শেখ মুজিবের ছবি অপসারণের দাবি

আপলোড টাইম : ০৪:০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে বহির্বিভাগের রোগীদের টিকিট থেকে শেখ মুজিবের ছবি অপসারণের দাবি জানালেন বিএনপির নেতারা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম বাবলুর নেতৃত্বে নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এসময় তারা দেখেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নিকট শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত বহির্বিভাগের টিকিট বিতরণ করা হচ্ছে। তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানির নিকট এ ব্যাপারে অভিযোগ করেন।

এসময় উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম বাবলু বলেন, শেখ মুজিবার রহমান বিশিষ্ট রাজনৈতিক নেতা। তার অবদান অস্বীকার করার উপায় নেই। কিন্তু ওনার কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক নেতাদের খাটো করে তার পিতাকে সর্বক্ষেত্রে বেশি ফোকাস করতে গিয়ে ছাত্র-জনতার বিরক্তির কারণ হয়েছিলেন এবং গণহত্যা চালিয়েছেন। যার ফলে শেখ হাসিনার পতন হলো। আমরা হাসপাতালের টিকিট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ চাই।
আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানি বলেন, ‘এর আগেও আমার কাছে অভিযোগ এসেছিল। তখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নতুন টিকিট না আসা পর্যন্ত শেখ মুজিবের ছবির ওপর সিল ব্যবহার করে রোগীদের দিচ্ছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, এখন পর্যন্ত সরকারের কাছ থেকে নতুন কোনো বহির্বিভাগের টিকিট পায়নি। তাই আগের টিকিটগুলোতে আমরা কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক টিকিটে শেখ মুজিবের ছবির ওপর সিল মেরে রোগীদের দিচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা আ. সালাম, খোকন আলী, আলমগীর হোসেন, আওয়াল হোসেন, ছাত্রদল নেতা ইমরান হুসাইনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।