ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা

সাবেক চেয়ারম্যান—পৌর মেয়রসহ আসামি ৯৪

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৩:২৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / ১৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ৯৪ জনের নাম উল্লেখ করে গতকাল শুক্রবার কালীগঞ্জ থানায় মামলাটি করেন কালীগঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম। মামলায় ৩০০—৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, শ্রমিক লীগ নেতা গোলাম রসুল, সাবেক এমপি আনারের পিএস আব্দুর রউফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথা, শ্রমিক লীগ নেতা মুশফিকুর রহমান ডাবলু, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, মোদাচ্ছের হোসেন, রাজু আহমেদ রনি লস্কর, নাসির চৌধুরী, আলী হোসেন অপু, মহিদুল ইসলাম মণ্টু, কাউন্সিলর রুবেলসহ ৩০০—৪০০ জন অজ্ঞাত ব্যক্তি লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে গত ৪ আগস্ট বিএনপি অফিস ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ দলিল, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ৯৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অচিরেই অভিযান চালানো হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা

সাবেক চেয়ারম্যান—পৌর মেয়রসহ আসামি ৯৪

আপলোড টাইম : ০৩:২৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ৯৪ জনের নাম উল্লেখ করে গতকাল শুক্রবার কালীগঞ্জ থানায় মামলাটি করেন কালীগঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম। মামলায় ৩০০—৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, শ্রমিক লীগ নেতা গোলাম রসুল, সাবেক এমপি আনারের পিএস আব্দুর রউফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথা, শ্রমিক লীগ নেতা মুশফিকুর রহমান ডাবলু, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, মোদাচ্ছের হোসেন, রাজু আহমেদ রনি লস্কর, নাসির চৌধুরী, আলী হোসেন অপু, মহিদুল ইসলাম মণ্টু, কাউন্সিলর রুবেলসহ ৩০০—৪০০ জন অজ্ঞাত ব্যক্তি লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে গত ৪ আগস্ট বিএনপি অফিস ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ দলিল, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ৯৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অচিরেই অভিযান চালানো হবে।