ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র-গণআন্দোলনে নিহতদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, কয়েকটি বিভাগের নামে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আছে। মানুষকে সেবা দিতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। সাধারণ মানুষের কথা শুনতে হবে। সেবা প্রার্থীদের কথা শুনতে হবে। তিনি বলেন, সংক্ষুব্ধ মনোভাব তৈরি যেন না হয়। প্রাপ্য সেবা নিশ্চিত করার আমাদের দায়িত্ব। মানুষকে ইতিবাচকভাবে শুনবেন।

জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গাতে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাহায্যের কারণেই পরিবেশ ভালো আছে। রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করছেন। তাদের সকলের সাথে আমাদের কথা হয়েছে, চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় নেই। চুয়াডাঙ্গার রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের জানিয়েছেন। সুতরাং দলীয় পরিচয় ব্যবহার করলে অবশ্যই জানাবেন। কোনো চাঁদাবাজি করতে দেয়া হবে না। তিনি আরও বলেন, কোনো দপ্তরের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাহলে আগেই সেটা সংশোধণ করে নেন। আপনারা প্রত্যাশিত সেবা দিন। সবকিছু স্বাভাবিক হচ্ছে। স্বাভাবিক নিয়মে অফিস করবেন। সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হাসান, স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতাউর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকা সোহলী রশীদ প্রমুখ। এসময় জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা

আপলোড টাইম : ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। সভার শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র-গণআন্দোলনে নিহতদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, কয়েকটি বিভাগের নামে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আছে। মানুষকে সেবা দিতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। সাধারণ মানুষের কথা শুনতে হবে। সেবা প্রার্থীদের কথা শুনতে হবে। তিনি বলেন, সংক্ষুব্ধ মনোভাব তৈরি যেন না হয়। প্রাপ্য সেবা নিশ্চিত করার আমাদের দায়িত্ব। মানুষকে ইতিবাচকভাবে শুনবেন।

জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গাতে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাহায্যের কারণেই পরিবেশ ভালো আছে। রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করছেন। তাদের সকলের সাথে আমাদের কথা হয়েছে, চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় নেই। চুয়াডাঙ্গার রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের জানিয়েছেন। সুতরাং দলীয় পরিচয় ব্যবহার করলে অবশ্যই জানাবেন। কোনো চাঁদাবাজি করতে দেয়া হবে না। তিনি আরও বলেন, কোনো দপ্তরের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাহলে আগেই সেটা সংশোধণ করে নেন। আপনারা প্রত্যাশিত সেবা দিন। সবকিছু স্বাভাবিক হচ্ছে। স্বাভাবিক নিয়মে অফিস করবেন। সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হাসান, স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতাউর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকা সোহলী রশীদ প্রমুখ। এসময় জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।