ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা

কথিত সাংবাদিক চাঁদ ও সোহেলের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ১৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় তথাকথিত দুই নামধারী সংবাদকর্মীর নামে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে ৫৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন শহরের কলোনীপাড়ার মরহুম খাজেম উদ্দিনের ছেলে শাহাবুদ্দীন আহম্মেদ। ওই মামলায় বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক তথাকথিত নামধারী সাংবাদিক যুবলীগ নেতা ও চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নামধারী সাংবাদিক যুবলীগ নেতা সোহেল সজিবের নাম দেখা যায়।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কোর্ট মোড়ে, কাঠপট্টি এলাকা ও হাসপাতাল রোডে দাঁড়িয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। এসময় দেশীয় রামদা, হাতকুড়াল, হকিস্টিক ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ৫৬ জনের নামে মামলা হয়েছে। তাদের মধ্যে অন্যতম দুইজন এস টিভির প্রতিনিধি কামরুজ্জামান চাঁদ এবং আনন্দ টিভির জেলা সংবাদদাতা সোহেল সজিব।

এ ঘটনায় আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিন্দা জানিয়েছিল। একই সাথে তাদের পক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের এই দুই পদধারী নামে সাংবাদিককে স্থায়ীভাবে বহিষ্কার ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে সংস্কার করার জন্য পত্রও দেয়া হয়। তারা ব্যবস্থা না নিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কঠোর কর্মসূচির ডাক দেয়। তবে চুয়াডাঙ্গা প্রেসক্লাব এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার নেতৃবৃন্দ ব্যবস্থা না নেয়ায় নিন্দা জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, এবার মামলা হলো। সময় ক্ষেপণ না করে চুয়াডাঙ্গা প্রেসক্লাব এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা

কথিত সাংবাদিক চাঁদ ও সোহেলের নামে মামলা

আপলোড টাইম : ১১:৫১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় তথাকথিত দুই নামধারী সংবাদকর্মীর নামে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে ৫৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন শহরের কলোনীপাড়ার মরহুম খাজেম উদ্দিনের ছেলে শাহাবুদ্দীন আহম্মেদ। ওই মামলায় বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক তথাকথিত নামধারী সাংবাদিক যুবলীগ নেতা ও চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নামধারী সাংবাদিক যুবলীগ নেতা সোহেল সজিবের নাম দেখা যায়।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কোর্ট মোড়ে, কাঠপট্টি এলাকা ও হাসপাতাল রোডে দাঁড়িয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। এসময় দেশীয় রামদা, হাতকুড়াল, হকিস্টিক ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ৫৬ জনের নামে মামলা হয়েছে। তাদের মধ্যে অন্যতম দুইজন এস টিভির প্রতিনিধি কামরুজ্জামান চাঁদ এবং আনন্দ টিভির জেলা সংবাদদাতা সোহেল সজিব।

এ ঘটনায় আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিন্দা জানিয়েছিল। একই সাথে তাদের পক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের এই দুই পদধারী নামে সাংবাদিককে স্থায়ীভাবে বহিষ্কার ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে সংস্কার করার জন্য পত্রও দেয়া হয়। তারা ব্যবস্থা না নিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কঠোর কর্মসূচির ডাক দেয়। তবে চুয়াডাঙ্গা প্রেসক্লাব এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার নেতৃবৃন্দ ব্যবস্থা না নেয়ায় নিন্দা জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, এবার মামলা হলো। সময় ক্ষেপণ না করে চুয়াডাঙ্গা প্রেসক্লাব এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেবে।