ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগর উথলীতে বিজিবির চোরচালান বিরোধী অভিযান

৪ কোটি টাকার নেশাদ্রব্য এলএসডি উদ্ধার

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১০:৪৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • / ২০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৪ কোটি ১৬ লাখ ৭২ হাজারের টাকার নেশাদ্রব্য এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাই-ইথ্যালামাইড) উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এই নেশাদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল শনিবার রাত ৯টার দিকে ই-মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বেলা দেড়টা থেকে উথলী বিওপির একটি বিশেষ অভিযানিক দল উথলী মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অবস্থান নেয়। বেলা আড়াইটার দিকে সেখান দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল দেখে তাদের সন্দেহ হয়। এসময় বিজিবি সদস্যরা মোটরসাইকেলটির গতিরোধের জন্য রাস্তার ওপর অবস্থান নেয়। তবে চোরাকারবারিরা বিষয়টি টের পেয়ে মোটরসাইকেল ফেলে রেখে রাস্তার পাশের পাটখেতের মধ্যে পালিয়ে যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরে বিজিবির সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে ভারত থেকে আসা প্রতিটি ৪ বোতল এলএসডি (প্রতিটি ১০০ মিলিগ্রাম ওজন), ৫ বোতল ফেনসিডিল এবং একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধার করা এসব মালামালের সিজার মূল্য ৪ কোটি ১৬ লাখ ৭২ হাজার টাকা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর উথলীতে বিজিবির চোরচালান বিরোধী অভিযান

৪ কোটি টাকার নেশাদ্রব্য এলএসডি উদ্ধার

আপলোড টাইম : ১০:৪৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ৪ কোটি ১৬ লাখ ৭২ হাজারের টাকার নেশাদ্রব্য এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাই-ইথ্যালামাইড) উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এই নেশাদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল শনিবার রাত ৯টার দিকে ই-মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বেলা দেড়টা থেকে উথলী বিওপির একটি বিশেষ অভিযানিক দল উথলী মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অবস্থান নেয়। বেলা আড়াইটার দিকে সেখান দিয়ে যাওয়া একটি মোটরসাইকেল দেখে তাদের সন্দেহ হয়। এসময় বিজিবি সদস্যরা মোটরসাইকেলটির গতিরোধের জন্য রাস্তার ওপর অবস্থান নেয়। তবে চোরাকারবারিরা বিষয়টি টের পেয়ে মোটরসাইকেল ফেলে রেখে রাস্তার পাশের পাটখেতের মধ্যে পালিয়ে যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরে বিজিবির সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে ভারত থেকে আসা প্রতিটি ৪ বোতল এলএসডি (প্রতিটি ১০০ মিলিগ্রাম ওজন), ৫ বোতল ফেনসিডিল এবং একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধার করা এসব মালামালের সিজার মূল্য ৪ কোটি ১৬ লাখ ৭২ হাজার টাকা।