ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ডিসির বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগ

প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:৩৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • / ২০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের বিরুদ্ধে চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল হালিমকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে চক্ষু হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এসময় চক্ষু হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চক্ষু হাসপাতাল চত্বর ঘুরে একই স্থানে শেষ হয়। পরে এক সমাবেশে হাসপাতাল কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অভিযোগ করেন, হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক এস এস রফিকুল ইসলাম এবং সহকারী পরিচালক মিলন হোসেনের দুর্নীতির প্রতিবাদে গত বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন তারা। এতে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম হাসপাতালে এসে সিনিয়র চিকিৎসক ডা. আব্দুল হালিমকে লাঞ্ছিত করেন। পরবর্তীতে প্রতিবাদ করলে চাকরিচ্যুত করার হুমকিও দেয় জেলা প্রশাসক।

চিকিৎসককে লাঞ্ছিত করায় জেলা প্রশাসক ও সহকারী পরিচালকের বিচার দাবি করেন তারা। এ বিষয়ে জানতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ডিসির বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগ

প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

আপলোড টাইম : ১০:৩৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের বিরুদ্ধে চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল হালিমকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে চক্ষু হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এসময় চক্ষু হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চক্ষু হাসপাতাল চত্বর ঘুরে একই স্থানে শেষ হয়। পরে এক সমাবেশে হাসপাতাল কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অভিযোগ করেন, হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক এস এস রফিকুল ইসলাম এবং সহকারী পরিচালক মিলন হোসেনের দুর্নীতির প্রতিবাদে গত বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন তারা। এতে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম হাসপাতালে এসে সিনিয়র চিকিৎসক ডা. আব্দুল হালিমকে লাঞ্ছিত করেন। পরবর্তীতে প্রতিবাদ করলে চাকরিচ্যুত করার হুমকিও দেয় জেলা প্রশাসক।

চিকিৎসককে লাঞ্ছিত করায় জেলা প্রশাসক ও সহকারী পরিচালকের বিচার দাবি করেন তারা। এ বিষয়ে জানতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।