ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে লুট হওয়া মালামাল ফেরত দিতে মাইকে ইমামের ঘোষণা

রাতে গোপনে মসজিদে জমা দিচ্ছে মালামাল

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • / ১৭ বার পড়া হয়েছে

জীবননগরে বিভিন্ন গোডাউন ও মিল থেকে লুট হওয়া ১২০ বস্তা চাল ও ৩০ বস্তা খুদ রাতের অন্ধকারে মসজিদে জমা দেয়ার ঘটনা ঘটেছে। গত তিন রাত ধরে লুটকৃত মালামাল মসজিদের বারান্দায় রেখে গেছেন লুটকারীরা। এর আগ গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে দেশত্যাগ করলে বিক্ষুব্ধ জনতা রাস্তায় বেরিয়ে উল্লাস করে। এসময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। যা পরদিন পর্যন্ত অব্যাহত ছিল। ওই সময় উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বিভিন্ন গোডাউন ও মিল থেকে চাল ও খুদ লুট হয়।

স্থানীয়রা জানান, গোডাউন ও রাইস মিল থেকে লুট হওয়া ১২০ বস্তা চাল ও ৩০ বস্তা খুদ গত তিন দিন ধরে লক্ষ্মীপুর মসজিদের বারান্দায় ফিরিয়ে দিয়েছে। তারা রাতের অন্ধকারে গোপনে এসব মালামাল ফিরিয়ে দেন। এর আগে লুট হওয়া মালামাল ফিরিয়ে দেয়ার জন্য মসজিদের মাইকে আহ্বান জানিয়েছিলেন ইমাম জিল্লুর রহমান।

লক্ষ্মীপুর জামে মসজিদের ইমাম জিল্লুর রহমান বলেন, ‘গত ৬ আগস্ট দুর্বৃত্তরা লক্ষ্মীপুর গ্রামের বিভিন্ন গোডাউন ও রাইস মিল থেকে চাল ও খুদ লুটপাট করে। লুট করা চাল ফিরিয়ে দেয়ার জন্য আমি মসজিদের মাইকে ঘোষণা দিয়েছিলাম। এতে কোনো কাজ হবে আশা না করলেও গত তিন দিনে ১২০ বস্তা চাল ও ৩০ বস্তা খুদ রাতের আঁধারে মসজিদে ফিরিয়ে দিয়ে গেছে লুটকারীরা। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য।’

জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা লক্ষ্মীপুরে বেশকিছু গোডাউনে চাল লুটপাট করেছিল। পরবর্তীতে লক্ষ্মীপুর মসজিদের ইমাম মসজিদের মাইকে ঘোষণা করেছিলেন যদি কেউ চাল নিয়ে থাকেন, তাহলে তা মসজিদে জমা দিবেন। কারো সামনে না দিতে চাইলে রাতে ফিরিয়ে দেবেন। এরই মধ্যে জানতে পেরেছি মসজিদের বারান্দায় কে বা কারা লুটকৃত চাল ও খুদ মসজিদের বারান্দায় রেখে গেছে। পরে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে সে সব মালামাল মালিকদের নিকট ফেরত দেয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে লুট হওয়া মালামাল ফেরত দিতে মাইকে ইমামের ঘোষণা

রাতে গোপনে মসজিদে জমা দিচ্ছে মালামাল

আপলোড টাইম : ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

জীবননগরে বিভিন্ন গোডাউন ও মিল থেকে লুট হওয়া ১২০ বস্তা চাল ও ৩০ বস্তা খুদ রাতের অন্ধকারে মসজিদে জমা দেয়ার ঘটনা ঘটেছে। গত তিন রাত ধরে লুটকৃত মালামাল মসজিদের বারান্দায় রেখে গেছেন লুটকারীরা। এর আগ গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে দেশত্যাগ করলে বিক্ষুব্ধ জনতা রাস্তায় বেরিয়ে উল্লাস করে। এসময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। যা পরদিন পর্যন্ত অব্যাহত ছিল। ওই সময় উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বিভিন্ন গোডাউন ও মিল থেকে চাল ও খুদ লুট হয়।

স্থানীয়রা জানান, গোডাউন ও রাইস মিল থেকে লুট হওয়া ১২০ বস্তা চাল ও ৩০ বস্তা খুদ গত তিন দিন ধরে লক্ষ্মীপুর মসজিদের বারান্দায় ফিরিয়ে দিয়েছে। তারা রাতের অন্ধকারে গোপনে এসব মালামাল ফিরিয়ে দেন। এর আগে লুট হওয়া মালামাল ফিরিয়ে দেয়ার জন্য মসজিদের মাইকে আহ্বান জানিয়েছিলেন ইমাম জিল্লুর রহমান।

লক্ষ্মীপুর জামে মসজিদের ইমাম জিল্লুর রহমান বলেন, ‘গত ৬ আগস্ট দুর্বৃত্তরা লক্ষ্মীপুর গ্রামের বিভিন্ন গোডাউন ও রাইস মিল থেকে চাল ও খুদ লুটপাট করে। লুট করা চাল ফিরিয়ে দেয়ার জন্য আমি মসজিদের মাইকে ঘোষণা দিয়েছিলাম। এতে কোনো কাজ হবে আশা না করলেও গত তিন দিনে ১২০ বস্তা চাল ও ৩০ বস্তা খুদ রাতের আঁধারে মসজিদে ফিরিয়ে দিয়ে গেছে লুটকারীরা। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য।’

জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা লক্ষ্মীপুরে বেশকিছু গোডাউনে চাল লুটপাট করেছিল। পরবর্তীতে লক্ষ্মীপুর মসজিদের ইমাম মসজিদের মাইকে ঘোষণা করেছিলেন যদি কেউ চাল নিয়ে থাকেন, তাহলে তা মসজিদে জমা দিবেন। কারো সামনে না দিতে চাইলে রাতে ফিরিয়ে দেবেন। এরই মধ্যে জানতে পেরেছি মসজিদের বারান্দায় কে বা কারা লুটকৃত চাল ও খুদ মসজিদের বারান্দায় রেখে গেছে। পরে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে সে সব মালামাল মালিকদের নিকট ফেরত দেয়া হয়েছে।