ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গণহত্যার বিচার ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরানোর দাবি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • / ৩৩ বার পড়া হয়েছে


চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৃথকভাবে জতীয় শিক্ষক ফোরামের জেলা শাখা এ আয়োজন করে।

চুয়াডাঙ্গা:
গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববনন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল শনিবার দুপুর ১২টায় বড় বাজার শহীদ হাসান চত্বরে এ আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি ডা. জিনারুল ইসলাম মাস্টার, উপদেষ্টা তুষার ইমরান সরকার, জহুরুল ইসলাম আজিজি, সদস্য সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দিক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এ দেশের ছাত্র, পেশাজীবী, শিক্ষক, আইনজীবী এবং সাধারণ মানুষের ওপরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার একের পর এক স্ট্রিমরোলার চালিয়েছে। বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, তা কোনো মানুষের কাজ হতে পারে না।

বক্তারা আরও বলেন, শিক্ষাব্যবস্থা একটি জাতি গঠনের অন্যতম কারিগর। মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষাব্যবস্থা অন্যতম। যে জাতি যতবেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। বিগত ফ্যাসিবাদ সরকার শিক্ষাব্যবস্থাকে যেভাবে গুড়িয়ে দিয়েছে, এর সংস্কার না হলে তরুণ প্রজন্ম অজ্ঞতার মধ্যে থেকে যাবে। শিক্ষা কারিকুলামকে এমনভাবে সাজানো হোক যা আমাদের বোধ, বিশ্বাস এবং চেতনাকে সন্নিবেশ করবে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইনসহ শিক্ষক ফোরামের বিভিন্ন সদস্যবৃন্দ।

মেহেরপুর:
গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থার জাতীয়করণ এবং শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখ। গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি খাদিমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, আহাদুল ইসলাম, হাসান আলী প্রমুখ। পরে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া করা হয়।

ঝিনাইদহ:
গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতা-কর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জাতীয় শিক্ষক ফোরামের কুষ্টিয়া অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, ইসলামী যুব আন্দোলন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমেদ আব্দুল জলিল, জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মুমতাজুল করিম ও শিক্ষক ফোরামের জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণহত্যা চালিয়েছে অভিযোগ করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানান। সেই সাথে শিক্ষাব্যবস্থায় বৈষম্য দূর করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গণহত্যার বিচার ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরানোর দাবি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

আপলোড টাইম : ১০:২০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪


চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পৃথকভাবে জতীয় শিক্ষক ফোরামের জেলা শাখা এ আয়োজন করে।

চুয়াডাঙ্গা:
গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববনন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল শনিবার দুপুর ১২টায় বড় বাজার শহীদ হাসান চত্বরে এ আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সভাপতি ডা. জিনারুল ইসলাম মাস্টার, উপদেষ্টা তুষার ইমরান সরকার, জহুরুল ইসলাম আজিজি, সদস্য সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দিক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এ দেশের ছাত্র, পেশাজীবী, শিক্ষক, আইনজীবী এবং সাধারণ মানুষের ওপরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার একের পর এক স্ট্রিমরোলার চালিয়েছে। বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, তা কোনো মানুষের কাজ হতে পারে না।

বক্তারা আরও বলেন, শিক্ষাব্যবস্থা একটি জাতি গঠনের অন্যতম কারিগর। মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষাব্যবস্থা অন্যতম। যে জাতি যতবেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। বিগত ফ্যাসিবাদ সরকার শিক্ষাব্যবস্থাকে যেভাবে গুড়িয়ে দিয়েছে, এর সংস্কার না হলে তরুণ প্রজন্ম অজ্ঞতার মধ্যে থেকে যাবে। শিক্ষা কারিকুলামকে এমনভাবে সাজানো হোক যা আমাদের বোধ, বিশ্বাস এবং চেতনাকে সন্নিবেশ করবে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইনসহ শিক্ষক ফোরামের বিভিন্ন সদস্যবৃন্দ।

মেহেরপুর:
গণহত্যার বিচার, বিতর্কিত কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থার জাতীয়করণ এবং শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখ। গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি খাদিমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, আহাদুল ইসলাম, হাসান আলী প্রমুখ। পরে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া করা হয়।

ঝিনাইদহ:
গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতা-কর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জাতীয় শিক্ষক ফোরামের কুষ্টিয়া অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, ইসলামী যুব আন্দোলন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমেদ আব্দুল জলিল, জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মুমতাজুল করিম ও শিক্ষক ফোরামের জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম। সমাবেশে বক্তারা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণহত্যা চালিয়েছে অভিযোগ করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানান। সেই সাথে শিক্ষাব্যবস্থায় বৈষম্য দূর করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।