ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

গণহত্যার বিচারের দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • / ২৪ বার পড়া হয়েছে


চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে পৃথক আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা সদর থানা শাখা। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় থানা শাখার সভাপতি মোহাম্মদ আলীমুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি তুষার ইমরান, চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, সেক্রেটারি আলমগীর হোসেন, শংকরচন্দ্র ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. আব্দুল্লাহ, আলুকদিয়া ইউনিয়ন শাখা সেক্রেটারি আজগার আলী, কুতুবপুর ইউনিয়ন শাখা সেক্রেটারি আজিজুল হক, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন সদর থানা শাখার সভাপতি মাওলানা হানজালা প্রমুখ।


আলমডাঙ্গা:
ইসলামী আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল চারটায় শহরের আল-তায়েবা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতা-কর্মীরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। ইসলামী আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আকরাম হোসেন মিছিলের নেতৃত্ব দেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ওয়ালিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি আমিনুল ইসলাম, আক্তার আলী, হাফেজ মো. আমির হামজা, মীর শফিক, শরিফুল ইসলাম, খাজা মইনুদ্দিন, মুফতি সিরাজুল ইসলাম প্রমুখ।
মিছিল শেষে আকরাম হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা দিয়েছে। স্বৈরাচারী হাসিনা সরকার পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে। শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।’ তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকার আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। কোথাও ইসলামী আলোচনা বা ধর্মসভাও করতে দেয়নি। সরকার বিরোধী কথা বললে আমাদেরকে রাজাকারের তকমা লাগিয়ে দেওয়া হত। আজকের বর্তমান প্রেক্ষাপটে তারাই নব্য রাজাকার। আল্লার কাছে বিচার চেয়েছি, আল্লাহতালা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছে।


জীবননগর:
ইসলামী আন্দোলন জীবননগর উপজেলা শাখার উদ্যোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বিকেল পাঁচটায় জীবননগর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন জীবননগর থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ। মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জীবননগর থানার সাধারণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান, মাওলানা কেএম সাইফুল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি জীবননগর থানা শাখার সভাপতি আব্দুল হান্নান শাহ, ইসলামী শ্রমিক আন্দোলন জীবননগর থানা শাখার সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

গণহত্যার বিচারের দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ

আপলোড টাইম : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪


চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে পৃথক আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা সদর থানা শাখা। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় থানা শাখার সভাপতি মোহাম্মদ আলীমুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি তুষার ইমরান, চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, সেক্রেটারি আলমগীর হোসেন, শংকরচন্দ্র ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. আব্দুল্লাহ, আলুকদিয়া ইউনিয়ন শাখা সেক্রেটারি আজগার আলী, কুতুবপুর ইউনিয়ন শাখা সেক্রেটারি আজিজুল হক, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন সদর থানা শাখার সভাপতি মাওলানা হানজালা প্রমুখ।


আলমডাঙ্গা:
ইসলামী আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল চারটায় শহরের আল-তায়েবা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতা-কর্মীরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। ইসলামী আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আকরাম হোসেন মিছিলের নেতৃত্ব দেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. ওয়ালিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি আমিনুল ইসলাম, আক্তার আলী, হাফেজ মো. আমির হামজা, মীর শফিক, শরিফুল ইসলাম, খাজা মইনুদ্দিন, মুফতি সিরাজুল ইসলাম প্রমুখ।
মিছিল শেষে আকরাম হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা দিয়েছে। স্বৈরাচারী হাসিনা সরকার পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে। শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।’ তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকার আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। কোথাও ইসলামী আলোচনা বা ধর্মসভাও করতে দেয়নি। সরকার বিরোধী কথা বললে আমাদেরকে রাজাকারের তকমা লাগিয়ে দেওয়া হত। আজকের বর্তমান প্রেক্ষাপটে তারাই নব্য রাজাকার। আল্লার কাছে বিচার চেয়েছি, আল্লাহতালা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছে।


জীবননগর:
ইসলামী আন্দোলন জীবননগর উপজেলা শাখার উদ্যোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বিকেল পাঁচটায় জীবননগর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন জীবননগর থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ। মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জীবননগর থানার সাধারণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান, মাওলানা কেএম সাইফুল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি জীবননগর থানা শাখার সভাপতি আব্দুল হান্নান শাহ, ইসলামী শ্রমিক আন্দোলন জীবননগর থানা শাখার সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।