ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কাজে ফিরেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
  • আপলোড টাইম : ০৯:৫৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

নতুন উদ্যোমে কাজে ফিরেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানা ও পাঁচটি ক্যাম্প পুলিশ সদস্যরা তাদের নিজ নিজ কর্মস্থালে ফিরেছেন। দীর্ঘ ৭ দিন বিরতির পর গত সোমবার হরিণাকুণ্ডু থানা পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্বে ফিরে আসায় সাধারণ জনগণের মতে স্বস্তি ফিরেছে। এদিকে, দায়িত্বে ফেরায় শিক্ষার্থীসহ সাধারণ জনগণ থানায় উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ সদস্যদের নিহতের ঘটনা ও আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী দেশত্যাগের পর পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন। এসময় হরিণাকুণ্ডু থানাধীন অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে বাড়ির বাইরে রাত কাটিয়েছে। এদিকে, দীর্ঘ বিরতির পর পুলিশ সদস্যরা নিজ কর্মস্থলে ফিরে আসাতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিন হরিণাকুণ্ডু থানায় দেখা যায়, সাধারণ মানুষ অভিযোগ ও ডায়েরি করতে থানায় হাজির হয়েছেন। পুলিশের দাপ্তরিক কার্যক্রম চলছে। পুলিশ সদস্যরা যে যার মতো করে তাদের ডিউটি পালন করছেন।

সেবাগ্রহীতারা জানান, গেল কয়েকদিন থানার কোনো কার্যক্রম না থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। তবে এখন তা ধীরে ধীরে কাটতে শুরু করছে। পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘আমরা আমাদের থানার কার্যক্রম শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে সকল কার্যক্রম শুরু হবে।’ তিনি বলেন, ‘আমরা আমাদের সাধ্যমত জনগণকে সেবা দিতে প্রস্তুত রয়েছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কাজে ফিরেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ

আপলোড টাইম : ০৯:৫৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

নতুন উদ্যোমে কাজে ফিরেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানা ও পাঁচটি ক্যাম্প পুলিশ সদস্যরা তাদের নিজ নিজ কর্মস্থালে ফিরেছেন। দীর্ঘ ৭ দিন বিরতির পর গত সোমবার হরিণাকুণ্ডু থানা পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্বে ফিরে আসায় সাধারণ জনগণের মতে স্বস্তি ফিরেছে। এদিকে, দায়িত্বে ফেরায় শিক্ষার্থীসহ সাধারণ জনগণ থানায় উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ সদস্যদের নিহতের ঘটনা ও আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী দেশত্যাগের পর পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন। এসময় হরিণাকুণ্ডু থানাধীন অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে বাড়ির বাইরে রাত কাটিয়েছে। এদিকে, দীর্ঘ বিরতির পর পুলিশ সদস্যরা নিজ কর্মস্থলে ফিরে আসাতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিন হরিণাকুণ্ডু থানায় দেখা যায়, সাধারণ মানুষ অভিযোগ ও ডায়েরি করতে থানায় হাজির হয়েছেন। পুলিশের দাপ্তরিক কার্যক্রম চলছে। পুলিশ সদস্যরা যে যার মতো করে তাদের ডিউটি পালন করছেন।

সেবাগ্রহীতারা জানান, গেল কয়েকদিন থানার কোনো কার্যক্রম না থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। তবে এখন তা ধীরে ধীরে কাটতে শুরু করছে। পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘আমরা আমাদের থানার কার্যক্রম শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে সকল কার্যক্রম শুরু হবে।’ তিনি বলেন, ‘আমরা আমাদের সাধ্যমত জনগণকে সেবা দিতে প্রস্তুত রয়েছি।’