ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

বিভিন্ন স্থানে বাড়িঘর ভাঙচুরে উদ্বেগ প্রকাশ

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৪:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / ২০ বার পড়া হয়েছে

বিশেষ কোনো রাজনৈতিক দলের সুবিধার জন্য ছাত্রসমাজ বুকের তাজা রক্ত দেয়নি। কাজেই এখনই দখল, বাড়িঘর ভাঙচুর ও নৈরাজ্য বন্ধ না করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। পাশাপাশি পাসপোর্ট অফিস, ভূমি অফিস, শিক্ষা অফিস, রেজিস্ট্রি অফিস ও ঝিনাইদহ পৌরসভাসহ সরকারি দপ্তরগুলোতে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে। গতকাল শনিবার দুপুরে চলমান পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এলমা খাতুন লিখিত বক্তব্যে বলেন, স্বৈরাচার পতনের পর জেলার বিভিন্ন স্থানে হানাহানি, দখল, বাড়িঘর ভাঙচুরসহ নানা নৈরাজ্য সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করেন। এমন ক্ষয়-ক্ষতিতে ছাত্রসমাজ ব্যথিত। বিশেষ কোনো রাজনৈতিক দলের সুবিধার জন্য এ আন্দোলন গড়ে ওঠেনি। জেলায় নৈরাজ্য ঠেকাতে ছাত্ররা ঐক্যবদ্ধ। সকল অনৈতিক কর্মকাণ্ড ছাত্ররা পর্যবেক্ষণ করছে।

অভিযুক্ত ব্যক্তিদের জনগণের নিকট জবাবদিহি ও ন্যায়বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এছাড়া চলমান সংকটে জনমানুষের নিরাপত্তায় অনতিবিলম্বে পুলিশের দায়িত্বে ফেরার আহ্বান জানান সমন্বয়কেরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়ক আবু হুরাইরা, এলমা খাতুন, রিহান হোসেন রায়হান, শারমিন সুলতানা, আব্দুল্লাহ আল মামুন, আনিছুর রহমান, সাইদুর রহমান, সাজেদুর রহমান, রত্না খাতুন, নুসরাত জাহানসহ ১০ সমন্বয়ক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এলমা খাতুন বলেন, এ দেশের শিক্ষার্থীরা সত্যিকারে মানবিক ও আদর্শ রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এ আন্দোলনের সফল হয়েছে। আপনারা নিশ্চয় অবগত আছেন, সারা দেশের ন্যায় ঝিনাইদহের রাজপথে থেকে তৎকালীন স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন চলামান রেখেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আপনার আমাদের এই আন্দোলনে ক্যামেরা পিছন থেকে আবার কেউ কলম দিয়ে স্বৈরাচারবিরোধী সংগ্রামকে সফলতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক সংগঠনের আজ্ঞাবহ না থেকে মানুষ ও আমাদের পাশে থাকবেন আপনারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

বিভিন্ন স্থানে বাড়িঘর ভাঙচুরে উদ্বেগ প্রকাশ

আপলোড টাইম : ০৪:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

বিশেষ কোনো রাজনৈতিক দলের সুবিধার জন্য ছাত্রসমাজ বুকের তাজা রক্ত দেয়নি। কাজেই এখনই দখল, বাড়িঘর ভাঙচুর ও নৈরাজ্য বন্ধ না করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। পাশাপাশি পাসপোর্ট অফিস, ভূমি অফিস, শিক্ষা অফিস, রেজিস্ট্রি অফিস ও ঝিনাইদহ পৌরসভাসহ সরকারি দপ্তরগুলোতে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে। গতকাল শনিবার দুপুরে চলমান পরিস্থিতি নিয়ে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এলমা খাতুন লিখিত বক্তব্যে বলেন, স্বৈরাচার পতনের পর জেলার বিভিন্ন স্থানে হানাহানি, দখল, বাড়িঘর ভাঙচুরসহ নানা নৈরাজ্য সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করেন। এমন ক্ষয়-ক্ষতিতে ছাত্রসমাজ ব্যথিত। বিশেষ কোনো রাজনৈতিক দলের সুবিধার জন্য এ আন্দোলন গড়ে ওঠেনি। জেলায় নৈরাজ্য ঠেকাতে ছাত্ররা ঐক্যবদ্ধ। সকল অনৈতিক কর্মকাণ্ড ছাত্ররা পর্যবেক্ষণ করছে।

অভিযুক্ত ব্যক্তিদের জনগণের নিকট জবাবদিহি ও ন্যায়বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এছাড়া চলমান সংকটে জনমানুষের নিরাপত্তায় অনতিবিলম্বে পুলিশের দায়িত্বে ফেরার আহ্বান জানান সমন্বয়কেরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়ক আবু হুরাইরা, এলমা খাতুন, রিহান হোসেন রায়হান, শারমিন সুলতানা, আব্দুল্লাহ আল মামুন, আনিছুর রহমান, সাইদুর রহমান, সাজেদুর রহমান, রত্না খাতুন, নুসরাত জাহানসহ ১০ সমন্বয়ক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এলমা খাতুন বলেন, এ দেশের শিক্ষার্থীরা সত্যিকারে মানবিক ও আদর্শ রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এ আন্দোলনের সফল হয়েছে। আপনারা নিশ্চয় অবগত আছেন, সারা দেশের ন্যায় ঝিনাইদহের রাজপথে থেকে তৎকালীন স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন চলামান রেখেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আপনার আমাদের এই আন্দোলনে ক্যামেরা পিছন থেকে আবার কেউ কলম দিয়ে স্বৈরাচারবিরোধী সংগ্রামকে সফলতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক সংগঠনের আজ্ঞাবহ না থেকে মানুষ ও আমাদের পাশে থাকবেন আপনারা।