ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন, ঝিনাইদহে পুলিশি বাঁধায় পণ্ড

৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • / ৪০ বার পড়া হয়েছে

সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এ কর্মসূচি ঝিনাইদহে পুলিশি বাঁধায় পণ্ড হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
চুয়াডাঙ্গা:
সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ১০টায় সীমিত সময়ের জন্য চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে ও দুপুর ১২টায় মুন্সিগঞ্জে অল্প কিছুক্ষণের এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের মধ্যে সীমিত সময়ের জন্য শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এছাড়া মুন্সিগঞ্জে মদন বাবুর মোড়ে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সেখানে অল্প কিছুক্ষণের জন্য শিক্ষার্থীদের উপস্থিতি ও স্লোগানে সাধারণ মানুষও জড়ো হন। তবে দ্রুতই পুলিশ আসার সংবাদ পেয়ে শিক্ষার্থীরা যে যার মতো সেখান থেকে চলে যান।

বিক্ষোভে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, মহিলা কলেজ ছাড়াও শহরের বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা, চোখ ও মুখ বাঁধা ছিল লাল কাপড়ে।
কর্মসূচিতে অংশ নিতে আসা শিক্ষার্থীরা স্লোগান দেন ‘শিশুর বুকে বুলেট কেন, জবাব চাই, বিচার চাই’, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার’, ‘তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার অন্যতম সমন্বয়ক আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল সাহারিয়ার প্রান্তের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি তুলে ধরেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে সরকারি বিভিন্ন বাহিনী, ছাত্রলীগ-যুবলীগ গুলি করে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করেছে। আর পুলিশ নিরীহ শিক্ষার্থীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
আন্দোলনের আরেক সমন্বয়ক আসলাম হোসেন বলেন, হামলা করে মামলা দিয়ে ভয় দেখিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলন থেকে সরানো যাবে না। ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরে যাবেন না। রাজপথের আন্দোলন চলছে, চলবে।

ঝিনাইদহ:
ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা পূর্ব নির্ধারিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ পুলিশের বাঁধায় পণ্ড হয়ে গেছে। গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ সড়কে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে আদালত চত্বরের দিকে আসতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানেই প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।
ছাত্র নেতৃবৃন্দ বলেন, পুলিশ দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে। ছাত্র হত্যার বিচার না হলে তারা ঘরে ফিরবেন না। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী শারমিন সুলতানা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্রী রত্না খাতুন, তানভির হাসান ও হুসাইন বক্তব্য দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী রত্না খাতুন অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ নিয়ে আদালত চত্বরের দিকে যেতে চাইলে পুলিশ তাদের প্রবলভাবে বাঁধা প্রদান করে। একপর্যায়ে পুলিশের বাঁধায় সেখানেই তারা তাদের কর্মসূচি শেষ করে চলে আসে। এছাড়া এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণের জন্য আসতে চাইলে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে ব্যারিকেড সৃষ্টি করে পুলিশ। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন, ঝিনাইদহে পুলিশি বাঁধায় পণ্ড

৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

আপলোড টাইম : ০৯:১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এ কর্মসূচি ঝিনাইদহে পুলিশি বাঁধায় পণ্ড হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
চুয়াডাঙ্গা:
সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ১০টায় সীমিত সময়ের জন্য চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে ও দুপুর ১২টায় মুন্সিগঞ্জে অল্প কিছুক্ষণের এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের মধ্যে সীমিত সময়ের জন্য শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এছাড়া মুন্সিগঞ্জে মদন বাবুর মোড়ে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সেখানে অল্প কিছুক্ষণের জন্য শিক্ষার্থীদের উপস্থিতি ও স্লোগানে সাধারণ মানুষও জড়ো হন। তবে দ্রুতই পুলিশ আসার সংবাদ পেয়ে শিক্ষার্থীরা যে যার মতো সেখান থেকে চলে যান।

বিক্ষোভে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, মহিলা কলেজ ছাড়াও শহরের বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা, চোখ ও মুখ বাঁধা ছিল লাল কাপড়ে।
কর্মসূচিতে অংশ নিতে আসা শিক্ষার্থীরা স্লোগান দেন ‘শিশুর বুকে বুলেট কেন, জবাব চাই, বিচার চাই’, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার’, ‘তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার অন্যতম সমন্বয়ক আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল সাহারিয়ার প্রান্তের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি তুলে ধরেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে সরকারি বিভিন্ন বাহিনী, ছাত্রলীগ-যুবলীগ গুলি করে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করেছে। আর পুলিশ নিরীহ শিক্ষার্থীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
আন্দোলনের আরেক সমন্বয়ক আসলাম হোসেন বলেন, হামলা করে মামলা দিয়ে ভয় দেখিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলন থেকে সরানো যাবে না। ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরে যাবেন না। রাজপথের আন্দোলন চলছে, চলবে।

ঝিনাইদহ:
ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা পূর্ব নির্ধারিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ পুলিশের বাঁধায় পণ্ড হয়ে গেছে। গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ সড়কে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে আদালত চত্বরের দিকে আসতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানেই প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।
ছাত্র নেতৃবৃন্দ বলেন, পুলিশ দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে। ছাত্র হত্যার বিচার না হলে তারা ঘরে ফিরবেন না। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী শারমিন সুলতানা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্রী রত্না খাতুন, তানভির হাসান ও হুসাইন বক্তব্য দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী রত্না খাতুন অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ নিয়ে আদালত চত্বরের দিকে যেতে চাইলে পুলিশ তাদের প্রবলভাবে বাঁধা প্রদান করে। একপর্যায়ে পুলিশের বাঁধায় সেখানেই তারা তাদের কর্মসূচি শেষ করে চলে আসে। এছাড়া এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণের জন্য আসতে চাইলে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে ব্যারিকেড সৃষ্টি করে পুলিশ। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।