ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আলুকদিয়া ও পদ্মবিলা ইউনিয়ন ফাইনালে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • / ৭০ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আলুকদিয়া ও পদ্মবিলা ইউনিয়ন ফাইনালে উঠেছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আলুকদিয়া ১-০ গোলে গড়াইটুপি ইউনিয়নকে ও দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে পদ্মবিলা ইউনিয়ন ৫-৪ গোলে শংকরচন্দ্র ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে ওঠে।

আলুকদিয়া ইউনিয়নের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করে ১৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় অনিক। গতকাল দুটি সেমিফাইনালে খেলোয়াড়দের বয়স যাচাই-বাছাই ও খেলার পরিবেশ ঠিক রাখতে মাঠে অবস্থান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভিন, যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সদর থানার সেকেন্ড অফিসার জুয়েল রানা, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার, সদর উপজেলা প্রশাসনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইমরান হুসাইন, সাবেক ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক সোহেল রানা, সুমন, ফরহাদ ও আশা।

এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সচিব মোশাররফ হোসেন, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউল হক জিয়া, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সচিব তোফাজ্জল হোসেন সেণ্টুসহ ৪টি ইউনিয়ন পরিষদের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক ফুটবল খেলোয়াড়রা।

ফাইনালে ওঠায় আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সকল খেলোয়াড় ও অফিসারদের ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে ভালো খেলে দল ফাইনালে উন্নীত হওয়ায় পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম মন্ডল সকল খেলোয়াড় ও অফিসারদের ধন্যবাদ জানান। খেলার ধারা বিবরণী প্রচার ও খেলোয়াড় যাচাই-বাছাই কার্যক্রমে দায়িত্ব পালন করেন সাংবাদিক ইসলাম রকিব। গতকালের খেলাটি পরিচালনা করেন হাফিজুর রহমান, রেজাউল হক রিজু, লিটা হোসেন ও জুয়েল রানা।

আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সদর উপজেলা আন্তঃইউনিয়ন বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আলুকদিয়া ও পদ্মবিলা ইউনিয়ন ফাইনালে

আপলোড টাইম : ০৪:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আলুকদিয়া ও পদ্মবিলা ইউনিয়ন ফাইনালে উঠেছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে আলুকদিয়া ১-০ গোলে গড়াইটুপি ইউনিয়নকে ও দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে পদ্মবিলা ইউনিয়ন ৫-৪ গোলে শংকরচন্দ্র ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে ওঠে।

আলুকদিয়া ইউনিয়নের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করে ১৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় অনিক। গতকাল দুটি সেমিফাইনালে খেলোয়াড়দের বয়স যাচাই-বাছাই ও খেলার পরিবেশ ঠিক রাখতে মাঠে অবস্থান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভিন, যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা সদর থানার সেকেন্ড অফিসার জুয়েল রানা, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার, সদর উপজেলা প্রশাসনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইমরান হুসাইন, সাবেক ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক সোহেল রানা, সুমন, ফরহাদ ও আশা।

এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সচিব মোশাররফ হোসেন, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউল হক জিয়া, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সচিব তোফাজ্জল হোসেন সেণ্টুসহ ৪টি ইউনিয়ন পরিষদের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক ফুটবল খেলোয়াড়রা।

ফাইনালে ওঠায় আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সকল খেলোয়াড় ও অফিসারদের ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে ভালো খেলে দল ফাইনালে উন্নীত হওয়ায় পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম মন্ডল সকল খেলোয়াড় ও অফিসারদের ধন্যবাদ জানান। খেলার ধারা বিবরণী প্রচার ও খেলোয়াড় যাচাই-বাছাই কার্যক্রমে দায়িত্ব পালন করেন সাংবাদিক ইসলাম রকিব। গতকালের খেলাটি পরিচালনা করেন হাফিজুর রহমান, রেজাউল হক রিজু, লিটা হোসেন ও জুয়েল রানা।

আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সদর উপজেলা আন্তঃইউনিয়ন বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।