ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি পরিদর্শন করলেন বাফুফে অফিসার মাহবুব আলম

খেলোয়াড়দের পারফরমেন্স ও কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • / ৬৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি পরিদর্শন করেছেন বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যান্ড মিনিস্টার অফিসার মাহবুব আলম পলো। এর আগে গতকাল রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব অফিসের (হায়দার আলী জোয়ার্দ্দার প্যাভিলিয়ন) ইনডোর সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ইমরান হুসাইন, জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক সোহেল রানা, সাবেক ফুটবলার শহীদুল কদর জোয়ার্দ্দার, সাবেক গোলরক্ষক মামুন, সাবেক ফুটবলার আশা, বিপ্পা প্রমুখ।

বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যান্ড মিনিস্টার ফুটবল অ্যাকাডেমির পরিদর্শক মাহাবুব আলম পলো বলেন, ‘আমি অনেক দিন থেকেই চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির বিভিন্ন কার্যক্রমের বিষয়টি শুনেছিলাম। আজ স্বচক্ষে দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। বাফুফের অধীনে বর্তমানে প্রায় দুই শতাধিক রেজিস্ট্রেশনভুক্ত ফুটবল একাডেমি রয়েছে। এর মধ্যে নিয়মিত অনুশীলন ও প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ না থাকায় ইতিমধ্যে ১২টি ফুটবল একাডেমির কার্যক্রম বন্ধ করা হয়েছে। নিয়মিত অনুশীলন ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হয়, এমন আরও ফুটবল একাডেমিকে রেজিস্ট্রেশনভুক্ত করা হবে। তবে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির কার্যক্রম দেখে আমার কাছে ভালো লেগেছে। এছাড়া এ একাডেমির সাথে এ জেলার অনেক সাবেক কৃতী ফুটবলার জড়িত আছেন। তাই এ একাডেমি রেজিস্ট্রেশন দেওয়ার বিষয়ে বাফুফের টেকনিক্যাল কমিটির নিকট সুপারিশ করা হবে।’

আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির প্রশিক্ষনার্থী খেলোয়াড়দের পারফরমেন্স পর্যবেক্ষণ করেন তিনি। শেষে খেলোয়াড়দের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এসময় মাহবুব আলম পলোকে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা কোচ পরিচালক তরিকুল ইসলাম তরু বাফুফে অফিসারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি পরিদর্শন করলেন বাফুফে অফিসার মাহবুব আলম

খেলোয়াড়দের পারফরমেন্স ও কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ

আপলোড টাইম : ০৪:০১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি পরিদর্শন করেছেন বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যান্ড মিনিস্টার অফিসার মাহবুব আলম পলো। এর আগে গতকাল রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব অফিসের (হায়দার আলী জোয়ার্দ্দার প্যাভিলিয়ন) ইনডোর সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ইমরান হুসাইন, জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক সোহেল রানা, সাবেক ফুটবলার শহীদুল কদর জোয়ার্দ্দার, সাবেক গোলরক্ষক মামুন, সাবেক ফুটবলার আশা, বিপ্পা প্রমুখ।

বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যান্ড মিনিস্টার ফুটবল অ্যাকাডেমির পরিদর্শক মাহাবুব আলম পলো বলেন, ‘আমি অনেক দিন থেকেই চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির বিভিন্ন কার্যক্রমের বিষয়টি শুনেছিলাম। আজ স্বচক্ষে দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। বাফুফের অধীনে বর্তমানে প্রায় দুই শতাধিক রেজিস্ট্রেশনভুক্ত ফুটবল একাডেমি রয়েছে। এর মধ্যে নিয়মিত অনুশীলন ও প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ না থাকায় ইতিমধ্যে ১২টি ফুটবল একাডেমির কার্যক্রম বন্ধ করা হয়েছে। নিয়মিত অনুশীলন ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হয়, এমন আরও ফুটবল একাডেমিকে রেজিস্ট্রেশনভুক্ত করা হবে। তবে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির কার্যক্রম দেখে আমার কাছে ভালো লেগেছে। এছাড়া এ একাডেমির সাথে এ জেলার অনেক সাবেক কৃতী ফুটবলার জড়িত আছেন। তাই এ একাডেমি রেজিস্ট্রেশন দেওয়ার বিষয়ে বাফুফের টেকনিক্যাল কমিটির নিকট সুপারিশ করা হবে।’

আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির প্রশিক্ষনার্থী খেলোয়াড়দের পারফরমেন্স পর্যবেক্ষণ করেন তিনি। শেষে খেলোয়াড়দের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এসময় মাহবুব আলম পলোকে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা কোচ পরিচালক তরিকুল ইসলাম তরু বাফুফে অফিসারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব।