ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ মিলল পুকুরে

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
  • আপলোড টাইম : ০৯:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • / ৩৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শিতলী গ্রামে নিখোঁজ মাদ্রাসা ছাত্র সিয়ামের (১৪) লাশ পাওয়া গেছে একটি পুকুরে। গতকাল শনিবার সকালে মাদ্রাসার একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। শিতলী বেগম রোকেয়া খাতুন নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র সিয়াম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পারখিদ্দাহ গ্রামের শামিম হোসেনের ছেলে।
মাদ্রাসার সুপার মো. সাইফুল ইসলাম জানান, গত শুক্রবার দুপুরে সহপাঠীদের সাথে মাদ্রাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে সিয়াম। অন্যরা গোসল শেষে মাদ্রাসায় ফিরে এলেও সিয়াম আসেনি। বেলা তিনটার দিকে পড়ানোর সময় তাকে না পেয়ে চারিদিকে খোঁজ নিয়ে জানা যায় সিয়াম গোসল করতে নেমে আর ফেরেনি। পরে ওই পুকুরে মাছ ধরার জাল ফেলেও তার খোঁজ মেলেনি। গতকাল সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। তবে গ্রামবাসী বলছে, সিয়ামের মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে।
বিষয়টি নিয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ওই মাদ্রাসা ছাত্র সাঁতার কাটতে জানত না বলে কর্তৃপক্ষ এবং তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ মিলল পুকুরে

আপলোড টাইম : ০৯:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শিতলী গ্রামে নিখোঁজ মাদ্রাসা ছাত্র সিয়ামের (১৪) লাশ পাওয়া গেছে একটি পুকুরে। গতকাল শনিবার সকালে মাদ্রাসার একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে। শিতলী বেগম রোকেয়া খাতুন নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র সিয়াম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পারখিদ্দাহ গ্রামের শামিম হোসেনের ছেলে।
মাদ্রাসার সুপার মো. সাইফুল ইসলাম জানান, গত শুক্রবার দুপুরে সহপাঠীদের সাথে মাদ্রাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে সিয়াম। অন্যরা গোসল শেষে মাদ্রাসায় ফিরে এলেও সিয়াম আসেনি। বেলা তিনটার দিকে পড়ানোর সময় তাকে না পেয়ে চারিদিকে খোঁজ নিয়ে জানা যায় সিয়াম গোসল করতে নেমে আর ফেরেনি। পরে ওই পুকুরে মাছ ধরার জাল ফেলেও তার খোঁজ মেলেনি। গতকাল সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। তবে গ্রামবাসী বলছে, সিয়ামের মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে।
বিষয়টি নিয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ওই মাদ্রাসা ছাত্র সাঁতার কাটতে জানত না বলে কর্তৃপক্ষ এবং তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।