ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এমপি আনার কন্যা ডরিন ও মেয়র আশরাফকে হত্যার হুমকি দিয়ে ম্যাজেস

‘দুজনের লাশ কিমা কিমা করে ফেলামু’

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১১:৪১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / ৪৫ বার পড়া হয়েছে

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার প্রতিবাদে নেতৃত্বে থাকা ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেয়র আশরাফের ইমো ম্যাসেজে অজ্ঞাত ব্যক্তিরা এই হুমকি দেয়। সেই সঙ্গে আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকেও বাবার মতো কিমা বানানো হবে বলে হুমকি দেওয়া হয়।
আনার কন্যা ডরিন নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তার ইমোতে পাঠানো ম্যাসেজ ও সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে হত্যার আশঙ্কা ব্যক্ত করেন। তিনি ফেসবুকে লেখেন, ‘আজ ইমোতে ঝিনাইদহের কালীগঞ্জের মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দিয়েছে। সেই সঙ্গে আমাকেও। ওই ম্যাসেজে লেখা ছিল, ‘কিরে আশরাফুল ভালো হলি না, আনারের মতো কি ডরিনের লাশতো কিমা কিমা করতে চাস। তুইও ভালো হয়ে যা, আর ডরিনকেও ভালো হয়ে যেতে ক, না হইলে দুজনের লাশ কিমা কিমা করে ফেলামু, বাদ যাবে না কিন্তু।’
ডরিন তার ফেসবুকে উল্লেখ করেন, ‘এমন বার্তা দিয়ে তারা কী বোঝাতে চাচ্ছে? আমার বাবা হত্যার বিচার ও জড়িতদের ফাঁসি চাই। কোনো আসামি যেন বাংলার মাটি থেকে জামিন বা বের না হতে পারে।’ রাষ্ট্র ও ডিবির হস্তক্ষেপ কামনা করে তিনি হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। যারাই হুমকি দিক, বিচার ও শাস্তির দাবি থেকে এক পাও পিছু হঁটবেন না তিনি।
ইমোতে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র বলেন, ‘আনার হত্যার বিচার ও ঘাতকদের ফাঁসির দাবিতে আমরা জেলাব্যাপী আন্দোলন গড়ে তুলেছি। আমি সেই আন্দোলনের নেতৃত্বে আছে। এতেই তারা ভীত হয়ে হত্যার হুমকি দিচ্ছে। তাছাড়া আমার বোন ডরিন মামলার বাদী। ফলে আমাদের দুই ভাই-বোনকে তারা টার্গেট করেছে।’ তিনি বলেন, হত্যার হুমকি দিয়ে কোনো লাভ হবে না। এ বিষয়ে তিনি কালীগঞ্জ থানায় জিডি করবেন বলে জানান।
উল্লেখ্য, গত ১৩ মে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হলেও তার লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি যে হত্যা হয়েছেন, তার কোনো আলামত পরিবারের কাছে নেই। ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এই হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীনের নির্দেশেই এই হত্যা হয়েছে বলে জানা গেছে। খুনের পর সেই লাশের টুকরোগুলোকে দক্ষিণ ২৪ পরগনার জেলার ভাঙ্গড়া ব্লকের কৃষ্ণমাটি খাল এলাকায় ফেলা হয়। পরে ওই খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কিছু হাড় উদ্ধার করা হলেও সেটি এমপি আনারের কি না, তা ডিএনএ টেস্ট করা হয়নি।
পাশাপাশি সঞ্জীবা গার্ডেনের ওই আবাসনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় প্রায় চার কেজি মাংস। এদিকে মাংসের টুকরোগুলো এমপি আনারের কি না, তা ডিএনএ পরীক্ষার জন্য আনার কন্যা ডরিন, তার মা ও এক চাচাকে কলকাতায় ডাকা হয়েছে। খুব দ্রুতই তারা ভারতে যাবেন বলে জানা গেছে। এদিকে, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের দায়ে করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ৮ আগস্ট দিন ধার্য করছে ঢাকার সিএমএম আদালত। গত ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু ও দলের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহম্মেদ বাবুকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

এমপি আনার কন্যা ডরিন ও মেয়র আশরাফকে হত্যার হুমকি দিয়ে ম্যাজেস

‘দুজনের লাশ কিমা কিমা করে ফেলামু’

আপলোড টাইম : ১১:৪১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার প্রতিবাদে নেতৃত্বে থাকা ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেয়র আশরাফের ইমো ম্যাসেজে অজ্ঞাত ব্যক্তিরা এই হুমকি দেয়। সেই সঙ্গে আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকেও বাবার মতো কিমা বানানো হবে বলে হুমকি দেওয়া হয়।
আনার কন্যা ডরিন নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তার ইমোতে পাঠানো ম্যাসেজ ও সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে হত্যার আশঙ্কা ব্যক্ত করেন। তিনি ফেসবুকে লেখেন, ‘আজ ইমোতে ঝিনাইদহের কালীগঞ্জের মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দিয়েছে। সেই সঙ্গে আমাকেও। ওই ম্যাসেজে লেখা ছিল, ‘কিরে আশরাফুল ভালো হলি না, আনারের মতো কি ডরিনের লাশতো কিমা কিমা করতে চাস। তুইও ভালো হয়ে যা, আর ডরিনকেও ভালো হয়ে যেতে ক, না হইলে দুজনের লাশ কিমা কিমা করে ফেলামু, বাদ যাবে না কিন্তু।’
ডরিন তার ফেসবুকে উল্লেখ করেন, ‘এমন বার্তা দিয়ে তারা কী বোঝাতে চাচ্ছে? আমার বাবা হত্যার বিচার ও জড়িতদের ফাঁসি চাই। কোনো আসামি যেন বাংলার মাটি থেকে জামিন বা বের না হতে পারে।’ রাষ্ট্র ও ডিবির হস্তক্ষেপ কামনা করে তিনি হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। যারাই হুমকি দিক, বিচার ও শাস্তির দাবি থেকে এক পাও পিছু হঁটবেন না তিনি।
ইমোতে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র বলেন, ‘আনার হত্যার বিচার ও ঘাতকদের ফাঁসির দাবিতে আমরা জেলাব্যাপী আন্দোলন গড়ে তুলেছি। আমি সেই আন্দোলনের নেতৃত্বে আছে। এতেই তারা ভীত হয়ে হত্যার হুমকি দিচ্ছে। তাছাড়া আমার বোন ডরিন মামলার বাদী। ফলে আমাদের দুই ভাই-বোনকে তারা টার্গেট করেছে।’ তিনি বলেন, হত্যার হুমকি দিয়ে কোনো লাভ হবে না। এ বিষয়ে তিনি কালীগঞ্জ থানায় জিডি করবেন বলে জানান।
উল্লেখ্য, গত ১৩ মে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হলেও তার লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি যে হত্যা হয়েছেন, তার কোনো আলামত পরিবারের কাছে নেই। ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এই হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীনের নির্দেশেই এই হত্যা হয়েছে বলে জানা গেছে। খুনের পর সেই লাশের টুকরোগুলোকে দক্ষিণ ২৪ পরগনার জেলার ভাঙ্গড়া ব্লকের কৃষ্ণমাটি খাল এলাকায় ফেলা হয়। পরে ওই খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কিছু হাড় উদ্ধার করা হলেও সেটি এমপি আনারের কি না, তা ডিএনএ টেস্ট করা হয়নি।
পাশাপাশি সঞ্জীবা গার্ডেনের ওই আবাসনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় প্রায় চার কেজি মাংস। এদিকে মাংসের টুকরোগুলো এমপি আনারের কি না, তা ডিএনএ পরীক্ষার জন্য আনার কন্যা ডরিন, তার মা ও এক চাচাকে কলকাতায় ডাকা হয়েছে। খুব দ্রুতই তারা ভারতে যাবেন বলে জানা গেছে। এদিকে, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের দায়ে করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ৮ আগস্ট দিন ধার্য করছে ঢাকার সিএমএম আদালত। গত ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু ও দলের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহম্মেদ বাবুকে গ্রেপ্তার করা হয়।