ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ‘মানিলন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • / ৩৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ‘মানিলন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় হোটেল সাহিদ প্যালেসে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চুয়াডাঙ্গায় কর্মরত তফসিলভুক্ত ২৭টি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শাহজালাল ইসলামী ব্যাংক-পিএলসি লিড ব্যাংক হিসেবে অনুষ্ঠানটি আয়োজন করে।
শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ফিন্যানশিয়াল ইনটেলিজেন্ট ইউনিটের পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইনটেলিজেন্ট ইউনিটের অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন ও শাহজালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আক্তার হোসেন বক্তব্য দেন। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ফিন্যানশিয়াল ইনটেলিজেন্ট ইউনিটের যুগ্ম পরিচালক ফেরদৌস আরা ও মোহাম্মদ ইসমাইল প্রধান বক্তব্য দেন। শাহজালাল ইসলামী ব্যাংক কারিগরি শাখার ব্যবস্থাপক এবিএম আহসানুল কবীরের সঞ্চালনায় কর্মশালায় শাহজালাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সহকারী পরিপালন কর্মকর্তা আসাদুল ইসলাম খান স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালার শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় সকলেই দাঁড়িয়ে সম্মান জানান। এরপর পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। এসময় পাওয়ার পয়েন্টের মাধ্যমে মানিলন্ডাংি বিষয়ে তথ্যচিত্র দেখানো হয়।

কর্মশালায় শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং যশোর শাখার ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান সাইদুর রহমান, শাজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক জিএম কামরুজ্জামান, শাহজালাল ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান এবং চুয়াডাঙ্গায় তফসিলভুক্ত ২৭টি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ইমতিয়াজ আহমেদ মাসুম বলেন, মানিলন্ডারিং বাউন্ডারির মধ্যে নয়, বৈশি^ক সমস্যা। মানিলন্ডারিং প্রতিরোধে আপনাদের দায়িত্ব বাড়ক। সীমান্তবর্তী জেলা হওয়ায় চুয়াডাঙ্গায় হুন্ডির প্রবণতা বেশি। এটা আপনাদের মাধ্যমে যেন না হয়। সজাগ থাকতে হবে। নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রতিনিয়ত আমরা করে থাকি।

কর্মশালার সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অর্জন এখন বেশি। সোর্স অব ডকুমেন্টস রাখতে হবে। মানিলন্ডারিংয়ের ফলে দেশের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি ও ব্যাংকের ক্ষতি হয়। প্রতিটি সেক্টরে আপনার নজরদারির মধ্যে রাখতে হবে। এটি জানার বিষয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ‘মানিলন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৮:০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গায় ‘মানিলন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় হোটেল সাহিদ প্যালেসে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চুয়াডাঙ্গায় কর্মরত তফসিলভুক্ত ২৭টি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শাহজালাল ইসলামী ব্যাংক-পিএলসি লিড ব্যাংক হিসেবে অনুষ্ঠানটি আয়োজন করে।
শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ফিন্যানশিয়াল ইনটেলিজেন্ট ইউনিটের পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইনটেলিজেন্ট ইউনিটের অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন ও শাহজালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আক্তার হোসেন বক্তব্য দেন। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ফিন্যানশিয়াল ইনটেলিজেন্ট ইউনিটের যুগ্ম পরিচালক ফেরদৌস আরা ও মোহাম্মদ ইসমাইল প্রধান বক্তব্য দেন। শাহজালাল ইসলামী ব্যাংক কারিগরি শাখার ব্যবস্থাপক এবিএম আহসানুল কবীরের সঞ্চালনায় কর্মশালায় শাহজালাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সহকারী পরিপালন কর্মকর্তা আসাদুল ইসলাম খান স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালার শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় সকলেই দাঁড়িয়ে সম্মান জানান। এরপর পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। এসময় পাওয়ার পয়েন্টের মাধ্যমে মানিলন্ডাংি বিষয়ে তথ্যচিত্র দেখানো হয়।

কর্মশালায় শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং যশোর শাখার ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান সাইদুর রহমান, শাজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক জিএম কামরুজ্জামান, শাহজালাল ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান এবং চুয়াডাঙ্গায় তফসিলভুক্ত ২৭টি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ইমতিয়াজ আহমেদ মাসুম বলেন, মানিলন্ডারিং বাউন্ডারির মধ্যে নয়, বৈশি^ক সমস্যা। মানিলন্ডারিং প্রতিরোধে আপনাদের দায়িত্ব বাড়ক। সীমান্তবর্তী জেলা হওয়ায় চুয়াডাঙ্গায় হুন্ডির প্রবণতা বেশি। এটা আপনাদের মাধ্যমে যেন না হয়। সজাগ থাকতে হবে। নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রতিনিয়ত আমরা করে থাকি।

কর্মশালার সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অর্জন এখন বেশি। সোর্স অব ডকুমেন্টস রাখতে হবে। মানিলন্ডারিংয়ের ফলে দেশের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি ও ব্যাংকের ক্ষতি হয়। প্রতিটি সেক্টরে আপনার নজরদারির মধ্যে রাখতে হবে। এটি জানার বিষয়।