ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ কেসি কলেজের সাবেক জিএস সবুজ আর নেই

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০২:০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • / ৩৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সরকারি কেসি কলেজের সাবেক জিএস নব্বই দশকের ছাত্রনেতা শেখ শহীদুর রহমান সবুজ হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছাত্র মৈত্রীর সাবেক নেতা শেখ শহীদুর রহমান সবুজ ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার মরহুম শেখ আজিজুর রহমানের ছেলে ও ফুটবলার মোম-তুষারের মেজো ভাই।

মৃত্যুর আগ পর্যন্ত শেখ শহীদুর রহমান সবুজ ঢাকার সাভারের কোরিয়ান গার্মেন্টসে ‘ইয়াংম্যান’ চাকরি করতেন। সবুজের ছোট ভাই কৃতি ফুটবলার শেখ শফিকুর রহমান মোম এক হামলায় নিহত হন।

প্রয়াত সবুজের ছোট ভাই সাবেক কৃতি ফুটবলার তুষার জানান, কয়েকদিন আগেই তার ভাই স্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। এরপর কিছুটা সুস্থতাবোধও করেন। আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দুপুরে তাকে আইসিউইতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান।

এদিকে, গতকাল এশার নামাজের পর ঝিনাইদহে জানাজা শেষে স্থানীয় পৌর গোরস্থানে তার দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সদা মিষ্টভাষী সাবেক ছাত্রনেতা শেখ শহীদুর রহমান সবুজের মৃত্যুর খবরে ঝিনাইদহে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ও বাসদের নেতৃবৃন্দ শেখ শহীদুর রহমান সবুজের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন। বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ সবুজের মৃত্যুর খবরে ছুটে যান ব্যাপারীরপাড়ার বাসভবনে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহ কেসি কলেজের সাবেক জিএস সবুজ আর নেই

আপলোড টাইম : ০২:০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

ঝিনাইদহ সরকারি কেসি কলেজের সাবেক জিএস নব্বই দশকের ছাত্রনেতা শেখ শহীদুর রহমান সবুজ হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছাত্র মৈত্রীর সাবেক নেতা শেখ শহীদুর রহমান সবুজ ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার মরহুম শেখ আজিজুর রহমানের ছেলে ও ফুটবলার মোম-তুষারের মেজো ভাই।

মৃত্যুর আগ পর্যন্ত শেখ শহীদুর রহমান সবুজ ঢাকার সাভারের কোরিয়ান গার্মেন্টসে ‘ইয়াংম্যান’ চাকরি করতেন। সবুজের ছোট ভাই কৃতি ফুটবলার শেখ শফিকুর রহমান মোম এক হামলায় নিহত হন।

প্রয়াত সবুজের ছোট ভাই সাবেক কৃতি ফুটবলার তুষার জানান, কয়েকদিন আগেই তার ভাই স্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। এরপর কিছুটা সুস্থতাবোধও করেন। আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দুপুরে তাকে আইসিউইতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান।

এদিকে, গতকাল এশার নামাজের পর ঝিনাইদহে জানাজা শেষে স্থানীয় পৌর গোরস্থানে তার দাফন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সদা মিষ্টভাষী সাবেক ছাত্রনেতা শেখ শহীদুর রহমান সবুজের মৃত্যুর খবরে ঝিনাইদহে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ও বাসদের নেতৃবৃন্দ শেখ শহীদুর রহমান সবুজের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন। বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ সবুজের মৃত্যুর খবরে ছুটে যান ব্যাপারীরপাড়ার বাসভবনে।