ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপা থানায় হামলা, পৌর মেয়রের ছেলে গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / ৫৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার অভিযোগে কাজী রাজিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। গতকাল বৃহস্পৃতবার বিকেলে শৈলকুপা পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাজী রাজিব শৈলকুপার পৌর মেয়র আশরাফুল আযমের ছেলে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী আশরাফুল আজিমের ছোট ভাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গত ৯ জুন এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর তার সমর্থকরা শৈলকুপা থানায় হামলা চালায়। তারা এসময় থানায় হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। পুলিশি তদন্তে হামলায় মদদ দেওয়ার অভিযোগ রয়েছে মেয়রপুত্র রাজিবের বিরুদ্ধে। পুলিশ এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে বলেও ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শৈলকুপা থানায় হামলা, পৌর মেয়রের ছেলে গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:২৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার অভিযোগে কাজী রাজিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। গতকাল বৃহস্পৃতবার বিকেলে শৈলকুপা পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাজী রাজিব শৈলকুপার পৌর মেয়র আশরাফুল আযমের ছেলে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী আশরাফুল আজিমের ছোট ভাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গত ৯ জুন এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর তার সমর্থকরা শৈলকুপা থানায় হামলা চালায়। তারা এসময় থানায় হামলা চালিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। পুলিশি তদন্তে হামলায় মদদ দেওয়ার অভিযোগ রয়েছে মেয়রপুত্র রাজিবের বিরুদ্ধে। পুলিশ এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে বলেও ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান।