ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলামত উদ্ধারের জন্য গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:৩৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / ৫৬ বার পড়া হয়েছে

এমপি আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর  মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়। ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের নির্দেশে কাজী কামাল আহমেদ বাবুকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আসামি গ্যাস বাবুকে গ্রহণ করে কারাগারে পাঠিয়েছি।

উল্লেখ্য, গত সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযানের আদেশ দেন। পাশাপাশি বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনার আদেশ দেওয়া হয়। আদেশ মোতাবেক গতকাল মঙ্গলবার বিকেলে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে গ্যাস বাবু জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন নিয়ে আলামত নষ্টের জন্য দুটি পুকুরে ফেলে দেন। তাকে সঙ্গে নিয়ে সেই পুকুর দুটিতে অচিরেই অভিযানে নামবে ডিবি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলামত উদ্ধারের জন্য গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর

আপলোড টাইম : ০৯:৩৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

এমপি আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর  মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়। ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের নির্দেশে কাজী কামাল আহমেদ বাবুকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আসামি গ্যাস বাবুকে গ্রহণ করে কারাগারে পাঠিয়েছি।

উল্লেখ্য, গত সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযানের আদেশ দেন। পাশাপাশি বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনার আদেশ দেওয়া হয়। আদেশ মোতাবেক গতকাল মঙ্গলবার বিকেলে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে গ্যাস বাবু জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন নিয়ে আলামত নষ্টের জন্য দুটি পুকুরে ফেলে দেন। তাকে সঙ্গে নিয়ে সেই পুকুর দুটিতে অচিরেই অভিযানে নামবে ডিবি।