ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঘুরতে গিয়ে লাশ হলো পাঁচ বছরের শিশু সাবা

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • / ৩৬ বার পড়া হয়েছে

পরিবারের সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরেছে পাঁচ বছর বয়সী সাবা নামে এক শিশু। গত শুক্রবার বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া বাওড়ে এই ঘটনা ঘটে। সাবা নৌকা থেকে পানিতে পড়ে ডুবে মারা যায়। শিশু সাবা দোড়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামের সোহরাব হোসেনের মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পরিবারের সাথে জয়দিয়া বাওড়ে নৌকায় ঘুরতে গিয়েছিল সাবা। ওই সময় নৌকা থেকে পড়ে গিয়ে বাওড়ের পানিতে ডুবে যায় সে। প্রায় এক ঘণ্টা পর বাওড়ের পানিতে শিশুটির মৃতদেহ ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ হস্তান্তরর করা হয়। এ নিয়ে কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঘুরতে গিয়ে লাশ হলো পাঁচ বছরের শিশু সাবা

আপলোড টাইম : ০৯:০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

পরিবারের সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরেছে পাঁচ বছর বয়সী সাবা নামে এক শিশু। গত শুক্রবার বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া বাওড়ে এই ঘটনা ঘটে। সাবা নৌকা থেকে পানিতে পড়ে ডুবে মারা যায়। শিশু সাবা দোড়া ইউনিয়নের দয়ারামপুর গ্রামের সোহরাব হোসেনের মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পরিবারের সাথে জয়দিয়া বাওড়ে নৌকায় ঘুরতে গিয়েছিল সাবা। ওই সময় নৌকা থেকে পড়ে গিয়ে বাওড়ের পানিতে ডুবে যায় সে। প্রায় এক ঘণ্টা পর বাওড়ের পানিতে শিশুটির মৃতদেহ ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ হস্তান্তরর করা হয়। এ নিয়ে কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।