ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১১:২৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / ৪১ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালী ও সদর উপজেলার গোপীনাথপুর নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের হেলাল উদ্দিন খানের ছেলে মোশাররফ হোসেন খান (৩৫) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার যুগীরগোফা গ্রামের তাইজুল মিস্ত্রির ছেলে আছাদুল ইসলাম (৩৫)।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল জানান, গতকাল মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজার থেকে কালীগঞ্জ ফিরছিলেন মোশাররফ খান। তিনি কালীগঞ্জ-জীবননগর সড়কের কাটাখালি নামক স্থানে পৌঁছালে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলা তিনটার দিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান কাজল আরও জানান, পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, মঙ্গলবার সকালে আলমসাধুযোগে মেহেরপুরের গাংনী এলাকা থেকে ড্রামে বোঝায় মাছ নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন আছাদুল। পথের মধ্যে ঝিনাইদহের গোপীনাথপুর এলাকায় ডিঙ্গেমারা ব্রিজের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে আলমসাধুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ। সদর থানার ওসি শাহিন উদ্দীন খবরের সত্যতা স্বীকার করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

আপলোড টাইম : ১১:২৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালী ও সদর উপজেলার গোপীনাথপুর নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের হেলাল উদ্দিন খানের ছেলে মোশাররফ হোসেন খান (৩৫) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার যুগীরগোফা গ্রামের তাইজুল মিস্ত্রির ছেলে আছাদুল ইসলাম (৩৫)।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল জানান, গতকাল মঙ্গলবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজার থেকে কালীগঞ্জ ফিরছিলেন মোশাররফ খান। তিনি কালীগঞ্জ-জীবননগর সড়কের কাটাখালি নামক স্থানে পৌঁছালে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলা তিনটার দিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান কাজল আরও জানান, পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, মঙ্গলবার সকালে আলমসাধুযোগে মেহেরপুরের গাংনী এলাকা থেকে ড্রামে বোঝায় মাছ নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন আছাদুল। পথের মধ্যে ঝিনাইদহের গোপীনাথপুর এলাকায় ডিঙ্গেমারা ব্রিজের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে আলমসাধুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ। সদর থানার ওসি শাহিন উদ্দীন খবরের সত্যতা স্বীকার করেছেন।