ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীর দহ খাল বাঁচাতে এলাকাবাসীর মানববন্ধন

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ০৪:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / ৬৯ বার পড়া হয়েছে

STORYPIC_00006478_BURST240531180349

মেহেরপুরের গাংনী পৌরসভার পূর্ব মালসাদহ গ্রামের ঐতিহ্যবাহী দহ খাল বাঁচাতে মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মালসাদহ মোড়ে এ মানববন্ধনে বিভিন্ন গ্রামের লোকজন অংশ নেয়। এর নেতৃত্ব দেন গ্রামের শামীম রেজা।

মানব বন্ধনে বক্তব্য দেন গ্রামের সমাজপতি আব্দুল গণি, সামি উল্লাহ, বকুল মোল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা চালু হবার পর থেকে বিভিন্ন বাসাবাড়ি ও মার্কেটের বর্জ্য দহ খালে পতিত হচ্ছে। খালে পানি না থাকায় বর্জ্য ঠিকমতো নিষ্কাশনও হচ্ছে না। ফলে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয় লোকজন দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন দখলদারের দখলে চলে গেছে খালের অধিকাংশ জায়গা। অনেকেই নিজের নামে বন্দোবস্ত নিয়ে নির্মাণ করেছেন ভবন। বক্তারা খালটি খননের জোর দাবি জানান। অন্যথায় বর্জ্য নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেওয়ারও হুমকী প্রদান করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীর দহ খাল বাঁচাতে এলাকাবাসীর মানববন্ধন

আপলোড টাইম : ০৪:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

মেহেরপুরের গাংনী পৌরসভার পূর্ব মালসাদহ গ্রামের ঐতিহ্যবাহী দহ খাল বাঁচাতে মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মালসাদহ মোড়ে এ মানববন্ধনে বিভিন্ন গ্রামের লোকজন অংশ নেয়। এর নেতৃত্ব দেন গ্রামের শামীম রেজা।

মানব বন্ধনে বক্তব্য দেন গ্রামের সমাজপতি আব্দুল গণি, সামি উল্লাহ, বকুল মোল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা চালু হবার পর থেকে বিভিন্ন বাসাবাড়ি ও মার্কেটের বর্জ্য দহ খালে পতিত হচ্ছে। খালে পানি না থাকায় বর্জ্য ঠিকমতো নিষ্কাশনও হচ্ছে না। ফলে বিকট দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয় লোকজন দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন দখলদারের দখলে চলে গেছে খালের অধিকাংশ জায়গা। অনেকেই নিজের নামে বন্দোবস্ত নিয়ে নির্মাণ করেছেন ভবন। বক্তারা খালটি খননের জোর দাবি জানান। অন্যথায় বর্জ্য নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেওয়ারও হুমকী প্রদান করেন।