ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজের পর উদ্ধার হলো বৃদ্ধের গলিত লাশ

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৪:০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / ৫০ বার পড়া হয়েছে

নিখোঁজের চার দিন পর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে তারাপদ বিশ^াস (৯০) নামের এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ওই গ্রামের একটি বাগানের পাশে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে নারকেলবাড়িয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তারাপদ বিশ^াস মাগুরার শালিখা উপজেলার শ্রীফলতলা গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, সদর উপজেলার শিকারপুর গ্রামে মেয়ে বাড়ি বেড়াতে এসেছিলেন তারাপদ বিশ্বাস। গত রোববার সেখান থেকে পায়ে হেটে নামযজ্ঞ শুনতে কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। চার দিন নিখোঁজ থাকার পর গতকাল দুপুরে তার লাশ উদ্ধার হয়। প্রচণ্ড গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে বাগানের মধ্যেই তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি মোহাম্মদ আবু আজিফ। তিনি বলেন, তারপরও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নিখোঁজের পর উদ্ধার হলো বৃদ্ধের গলিত লাশ

আপলোড টাইম : ০৪:০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

নিখোঁজের চার দিন পর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে তারাপদ বিশ^াস (৯০) নামের এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ওই গ্রামের একটি বাগানের পাশে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে। খবর পেয়ে নারকেলবাড়িয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তারাপদ বিশ^াস মাগুরার শালিখা উপজেলার শ্রীফলতলা গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, সদর উপজেলার শিকারপুর গ্রামে মেয়ে বাড়ি বেড়াতে এসেছিলেন তারাপদ বিশ্বাস। গত রোববার সেখান থেকে পায়ে হেটে নামযজ্ঞ শুনতে কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। চার দিন নিখোঁজ থাকার পর গতকাল দুপুরে তার লাশ উদ্ধার হয়। প্রচণ্ড গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে বাগানের মধ্যেই তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি মোহাম্মদ আবু আজিফ। তিনি বলেন, তারপরও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা করা হবে।