ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পানি ঘোলা করতে নিষেধ করে প্রাণ হারালো শিশু আসিফ

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:১৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / ৩৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় আসিফ (১১) নামে এক শিশু খুন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামের কুমার নদে এই ঘটনা ঘটে। আসিফ মনোহরপুর গ্রামের মহিদুল ইসলাম জুনুর ছেলে। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিশু আসিফ দুপুরে ছিপ দিয়ে কুমার নদে মাছ ধরছিল। এ সময় মনোহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সনি (২০) কুমার নদে নেমে পানি ঘোলা করছিল। এতে আসিফের মাছ ধরা বাধাগ্রস্থ হওয়ায় সনিকে পানি ঘোলা করতে নিষেধ করে। এনিয়ে তাদের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হলে সনি নদের পাড়ে থাকা ধারালো বাঁশের খোচা দিয়ে আসিফের ঘাঁড়ে আঘাত করে। বাঁশের সুচালো অংশ আসিফের ঘাড়ে বিধেঁ গেলে সনি সেখান থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দীর্ঘ সময় জখম অবস্থায় শিশু আসিফ সেখানেই পড়ে ছিল।

ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত সনিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এ ব্যাপারে এখনো শৈলকুপা থানায় কোন মামলা হয়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পানি ঘোলা করতে নিষেধ করে প্রাণ হারালো শিশু আসিফ

আপলোড টাইম : ০৯:১৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪

ঝিনাইদহের শৈলকুপায় আসিফ (১১) নামে এক শিশু খুন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মনোহরপুর গ্রামের কুমার নদে এই ঘটনা ঘটে। আসিফ মনোহরপুর গ্রামের মহিদুল ইসলাম জুনুর ছেলে। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিশু আসিফ দুপুরে ছিপ দিয়ে কুমার নদে মাছ ধরছিল। এ সময় মনোহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সনি (২০) কুমার নদে নেমে পানি ঘোলা করছিল। এতে আসিফের মাছ ধরা বাধাগ্রস্থ হওয়ায় সনিকে পানি ঘোলা করতে নিষেধ করে। এনিয়ে তাদের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হলে সনি নদের পাড়ে থাকা ধারালো বাঁশের খোচা দিয়ে আসিফের ঘাঁড়ে আঘাত করে। বাঁশের সুচালো অংশ আসিফের ঘাড়ে বিধেঁ গেলে সনি সেখান থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দীর্ঘ সময় জখম অবস্থায় শিশু আসিফ সেখানেই পড়ে ছিল।

ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত সনিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এ ব্যাপারে এখনো শৈলকুপা থানায় কোন মামলা হয়নি।