ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শাহিনের অভিজাত রিসোর্টটি পুলিশ অভিযানের বাইরে; মিলতে পারে গুরুত্বপূর্ণ আলামত

কোটচাঁদপুর থেকে ফিরে আসিফ কাজল:
  • আপলোড টাইম : ০৮:৪৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / ৭০ বার পড়া হয়েছে

আনোয়ারুল আজিম আনার এমপি খুনের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামে অবস্থিত রিসোর্টটি পুলিশি নজরদারির বাইরে রয়েছে। এমপি হত্যার চার দিন পার হলেও সেখানে পুলিশের কোনো অভিযান পরিচালিত হয়নি। এ নিয়ে নিহত আনারের পরিবার যেমন প্রশ্ন তুলেছে, তেমনি গ্রামবাসীও। অত্যাধুনিক রিসোর্টটি গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। রিসোর্টকে ঘিরে ঝিনাইদহ পুলিশের সেখানে কোনো আনাগোনা নেই বা তৎপরতা চোখে পড়েনি। সেখানে অভিযান পরিচালিত হলে গুরুত্বপূর্ণ কোনো আলামত উদ্ধার হতো কি না তা নিয়ে নানা আলোচনা হচ্ছে। এমনকি ওই রিসোর্টে এখন শুধু জার্মানি শেফার্ড কুকুর ছাড়া আর কিছুই নেই। সব মাস খানেক আগে বিক্রি করে দেয়া হয়েছে।

এদিকে, নিহত আনার এমপির কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা থেকে কালীগঞ্জে পৌঁছেই মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র সেলিমকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। তিনি প্রশ্ন তোলেন কেন পুলিশ এখনো তাকে জিজ্ঞাসাবাদ করছে না? তার রিসোর্টে হত্যার কোনো আলামত আছে কি না তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি। কালীগঞ্জের বেশির ভাগ নেতা ও স্বজনরা ওই রিসোর্টে কোনো আলামত আছে কি না, তা খতিয়ে দেখার পক্ষে। গতকাল শনিবার দুপুরে শাহিনের এলাঙ্গী গ্রামের রিসোর্টে গিয়ে দেখা গেছে, সুনসান নীরবতা। বাইরে থেকে ঢোকার কোনো উপায় নেই। ওই রিসোর্টের মধ্যে এখন কারা আছে বা জার্মানি শেফার্ড কুকুরগুলোকে কারা খাবার দিচ্ছে, তা জানা সম্ভব হয়নি।

কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান জানান, তিনি একবার রিসোর্টে ঢুকেছিলেন শাহিনের ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিমের মেয়ের বিয়ের দাওয়াত খেতে। তারপর আর যাওয়া হয়নি। তিনি বলেন, এতোবড় একটা রিসোর্ট করা হলেও ইউনিয়নে কোনো সরকারি ট্যাক্স দেয় না শাহিন। বছরে এই রিসোর্টের ৬০ হাজার টাকার ট্যাক্স হবে বলে তিনি জানান। নিরাপত্তজনিত কারণে তিনি ট্যাক্স আদায় করতে সাহস পাননি বলে জানান। তবে সেখানে কী হতো, কারা আসতেন, তা ছিল অজানা। চেয়ারম্যান মিজানুর রহমান খান বলেন, এক মাস আগে রিসোর্টে যে গরু ছিল, তা তার চাচা মানিক বিক্রি করে দিয়েছে।

এলাঙ্গী ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার ওমিদুল ইসলাম জানান, দুই বছর আগে রিসোর্টটির নির্মাণকাজ শুরু হয় এবং এক বছরের মধ্যে শেষ করে তা বসবাসের উপযোগী করা হয়। রিসোর্টের ২৫ বিঘা জমিার মধ্যে শাহিনের নামে কিছুই নেই দাবি করে ওমিদুল মেম্বর বলেন, জমিগুলো সব তার পিতা, বোন ও ভগ্নিপতির নামে বলে শুনেছি। তিনি দাবি করেন শাহিন ওই রিসোর্টে আসলে ফ্রি ভুরিভোজ হতো, তখন তাদের দাওয়াত হতো। বাইরের নামি-দামি মানুষ আসতেন সেখানে। রিসোর্টে থাকা গরুগুলো ঋণের জন্য বাইরে থেকে ধার করে আনা বলে তিনি দাবি করেন।

সাধারণ গ্রামবাসীর ভাষ্য, আক্তারুজ্জামানের এই রিসোর্ট সর্ম্পকে তাদের কোনো ধারণা নেই। গেটে লেখা কুকুর হইতে সাবধান। আর ভেতরে কাউকে ঢুকতে দেয় না। তবে কিছু সময় লোকজন আসে, ভেতরে ঢোকে। মাঝে মাঝে রাতে গানবাজনা হয়, মাইক বাজে। প্রায়ই কালো গাড়ি নিয়ে ভিভিআইপিরা ভেতরে ঢোকে। সেখানকার সাধারণ মানুষের বিচরণ নেই, বাগান বাড়ির আশপাশ দিয়েও।

রিসোর্টের গার্ড আব্দুর রাজ্জাক ও সাজ্জাদ হোসেন জানান, গত ৩-৪ মাস আগে এমপি আনার এই বাংলোতে এসেছিলেন। এর বেশি কিছু তারা জানেন না। রিসোর্টে আর কোনো কর্মচারী না থাকলেও এখন তারা দিনরাত পাহারা দিচ্ছেন বলে জানান।

এমপি আনারের বিশ^স্ত সঙ্গী কালীগঞ্জ সুগার মিলের শ্রমিক নেতা গোলাম রসুল বলেন, আনার ও শাহীনের বন্ধুত্ব প্রায় ৩০ বছরের। এলাঙ্গী গ্রামে শাহীনের ওই বাংলোয় তিনি আনারের সঙ্গে গিয়েছিলেন এক বছর আগে। বাংলোয় আনার একান্তে শাহীনের সঙ্গে কথা বলেন। তবে রসুল বাংলোর মধ্যে আরেকটি কক্ষে বসে অপেক্ষা করেছিলেন। তিনি মূল জায়গায় যেতে পারেননি। রসুল বলেন, বাংলো দেখে তিনি হতবাক হন, এই অজপাড়া গ্রামের মধ্যে এত ভিআইপি বাংলো। যেখানে বিদেশি কুকুর, অনেক কর্মচারী, ভিআইপি আসবাবপত্র দিয়ে সাজানো।

নিহত আনার তাকে সেদিন বলেছিলেন, শাহীন মেরিন ইঞ্জিনিয়ার, যুক্তরাষ্ট্রে থাকেন। এখানে বেড়াতে এলে এই বাংলোতে অবস্থান করেন। কালীগঞ্জ পৌরসভার মেয়র ও নিহত এমপি আনারের ভাগ্নে আশরাফুল আলম বলেন, ওই রিসোর্টে গুরুত্বপূর্ণ কোনো আলামত মিলতে পারে। কিন্তু আজও পুলিশ সেখানে যায়নি। রিসোর্টে অভিযান নিয়ে ঝিনাইদহ পুলিশের কোনো কর্মকর্তা মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, যেহেতু বিষয়টি উচ্চ পর্যায় থেকে তদারকি করা হচ্ছে, সেহেতু আনার হত্যা নিয়ে ঝিনাইদহ পুলিশের প্রতি কোনো নির্দেশনা নেই।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শাহিনের অভিজাত রিসোর্টটি পুলিশ অভিযানের বাইরে; মিলতে পারে গুরুত্বপূর্ণ আলামত

আপলোড টাইম : ০৮:৪৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

আনোয়ারুল আজিম আনার এমপি খুনের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামে অবস্থিত রিসোর্টটি পুলিশি নজরদারির বাইরে রয়েছে। এমপি হত্যার চার দিন পার হলেও সেখানে পুলিশের কোনো অভিযান পরিচালিত হয়নি। এ নিয়ে নিহত আনারের পরিবার যেমন প্রশ্ন তুলেছে, তেমনি গ্রামবাসীও। অত্যাধুনিক রিসোর্টটি গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। রিসোর্টকে ঘিরে ঝিনাইদহ পুলিশের সেখানে কোনো আনাগোনা নেই বা তৎপরতা চোখে পড়েনি। সেখানে অভিযান পরিচালিত হলে গুরুত্বপূর্ণ কোনো আলামত উদ্ধার হতো কি না তা নিয়ে নানা আলোচনা হচ্ছে। এমনকি ওই রিসোর্টে এখন শুধু জার্মানি শেফার্ড কুকুর ছাড়া আর কিছুই নেই। সব মাস খানেক আগে বিক্রি করে দেয়া হয়েছে।

এদিকে, নিহত আনার এমপির কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকা থেকে কালীগঞ্জে পৌঁছেই মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র সেলিমকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। তিনি প্রশ্ন তোলেন কেন পুলিশ এখনো তাকে জিজ্ঞাসাবাদ করছে না? তার রিসোর্টে হত্যার কোনো আলামত আছে কি না তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি। কালীগঞ্জের বেশির ভাগ নেতা ও স্বজনরা ওই রিসোর্টে কোনো আলামত আছে কি না, তা খতিয়ে দেখার পক্ষে। গতকাল শনিবার দুপুরে শাহিনের এলাঙ্গী গ্রামের রিসোর্টে গিয়ে দেখা গেছে, সুনসান নীরবতা। বাইরে থেকে ঢোকার কোনো উপায় নেই। ওই রিসোর্টের মধ্যে এখন কারা আছে বা জার্মানি শেফার্ড কুকুরগুলোকে কারা খাবার দিচ্ছে, তা জানা সম্ভব হয়নি।

কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান জানান, তিনি একবার রিসোর্টে ঢুকেছিলেন শাহিনের ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিমের মেয়ের বিয়ের দাওয়াত খেতে। তারপর আর যাওয়া হয়নি। তিনি বলেন, এতোবড় একটা রিসোর্ট করা হলেও ইউনিয়নে কোনো সরকারি ট্যাক্স দেয় না শাহিন। বছরে এই রিসোর্টের ৬০ হাজার টাকার ট্যাক্স হবে বলে তিনি জানান। নিরাপত্তজনিত কারণে তিনি ট্যাক্স আদায় করতে সাহস পাননি বলে জানান। তবে সেখানে কী হতো, কারা আসতেন, তা ছিল অজানা। চেয়ারম্যান মিজানুর রহমান খান বলেন, এক মাস আগে রিসোর্টে যে গরু ছিল, তা তার চাচা মানিক বিক্রি করে দিয়েছে।

এলাঙ্গী ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার ওমিদুল ইসলাম জানান, দুই বছর আগে রিসোর্টটির নির্মাণকাজ শুরু হয় এবং এক বছরের মধ্যে শেষ করে তা বসবাসের উপযোগী করা হয়। রিসোর্টের ২৫ বিঘা জমিার মধ্যে শাহিনের নামে কিছুই নেই দাবি করে ওমিদুল মেম্বর বলেন, জমিগুলো সব তার পিতা, বোন ও ভগ্নিপতির নামে বলে শুনেছি। তিনি দাবি করেন শাহিন ওই রিসোর্টে আসলে ফ্রি ভুরিভোজ হতো, তখন তাদের দাওয়াত হতো। বাইরের নামি-দামি মানুষ আসতেন সেখানে। রিসোর্টে থাকা গরুগুলো ঋণের জন্য বাইরে থেকে ধার করে আনা বলে তিনি দাবি করেন।

সাধারণ গ্রামবাসীর ভাষ্য, আক্তারুজ্জামানের এই রিসোর্ট সর্ম্পকে তাদের কোনো ধারণা নেই। গেটে লেখা কুকুর হইতে সাবধান। আর ভেতরে কাউকে ঢুকতে দেয় না। তবে কিছু সময় লোকজন আসে, ভেতরে ঢোকে। মাঝে মাঝে রাতে গানবাজনা হয়, মাইক বাজে। প্রায়ই কালো গাড়ি নিয়ে ভিভিআইপিরা ভেতরে ঢোকে। সেখানকার সাধারণ মানুষের বিচরণ নেই, বাগান বাড়ির আশপাশ দিয়েও।

রিসোর্টের গার্ড আব্দুর রাজ্জাক ও সাজ্জাদ হোসেন জানান, গত ৩-৪ মাস আগে এমপি আনার এই বাংলোতে এসেছিলেন। এর বেশি কিছু তারা জানেন না। রিসোর্টে আর কোনো কর্মচারী না থাকলেও এখন তারা দিনরাত পাহারা দিচ্ছেন বলে জানান।

এমপি আনারের বিশ^স্ত সঙ্গী কালীগঞ্জ সুগার মিলের শ্রমিক নেতা গোলাম রসুল বলেন, আনার ও শাহীনের বন্ধুত্ব প্রায় ৩০ বছরের। এলাঙ্গী গ্রামে শাহীনের ওই বাংলোয় তিনি আনারের সঙ্গে গিয়েছিলেন এক বছর আগে। বাংলোয় আনার একান্তে শাহীনের সঙ্গে কথা বলেন। তবে রসুল বাংলোর মধ্যে আরেকটি কক্ষে বসে অপেক্ষা করেছিলেন। তিনি মূল জায়গায় যেতে পারেননি। রসুল বলেন, বাংলো দেখে তিনি হতবাক হন, এই অজপাড়া গ্রামের মধ্যে এত ভিআইপি বাংলো। যেখানে বিদেশি কুকুর, অনেক কর্মচারী, ভিআইপি আসবাবপত্র দিয়ে সাজানো।

নিহত আনার তাকে সেদিন বলেছিলেন, শাহীন মেরিন ইঞ্জিনিয়ার, যুক্তরাষ্ট্রে থাকেন। এখানে বেড়াতে এলে এই বাংলোতে অবস্থান করেন। কালীগঞ্জ পৌরসভার মেয়র ও নিহত এমপি আনারের ভাগ্নে আশরাফুল আলম বলেন, ওই রিসোর্টে গুরুত্বপূর্ণ কোনো আলামত মিলতে পারে। কিন্তু আজও পুলিশ সেখানে যায়নি। রিসোর্টে অভিযান নিয়ে ঝিনাইদহ পুলিশের কোনো কর্মকর্তা মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, যেহেতু বিষয়টি উচ্চ পর্যায় থেকে তদারকি করা হচ্ছে, সেহেতু আনার হত্যা নিয়ে ঝিনাইদহ পুলিশের প্রতি কোনো নির্দেশনা নেই।