ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ফলাফল স্থগিত ও ভোট পুনরায় গণনার দাবিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:২১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • / ৪৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত ও ভোট পুনরায় গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২১ মে অনুষ্ঠিত শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ নম্বর দুধসর ইউনিয়নের ৯টি কেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করেন এবং প্রকাশ্যে তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর প্রতীক মোটরসাইকেল, ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা ও ফুটবল প্রতীকের ব্যালটে সিল মারে, যা বিভিন্ন বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে। সংবাদ সম্মেলনে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লা আরও অভিযোগ করেন, ভোট শুরু হওয়ার আগেই আমার প্রতিদ্বন্দ¦ী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু ও তার ক্যাডার বাহিনী বিভিন্ন ভোট কেন্দ্র দখল করে নেয়।

তিনি জানান, দুধসর ইউনিয়নের ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাজুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধসর ডিজিটাল স্কুল, ত্রিপুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মলমলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর দুধসর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জোরপূর্বক ব্যালটে সিল মেরে নেওয়া হয়। এছাড়া আমার ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিষেধ করে। ফলে দুধসর ইউনিয়নে কোনো পোলিং এজেন্টও দিতে পারিনি। নির্বাচনের পরে মন্নু ও তার ক্যাডার বাহিনী আমাদের কর্মী-সমর্থকদের বাড়িঘরে ব্যাপকভাবে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত শৈলকুপা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা, ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ^াস, সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাসান ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ফলাফল স্থগিত ও ভোট পুনরায় গণনার দাবিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৮:২১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত ও ভোট পুনরায় গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ২১ মে অনুষ্ঠিত শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ নম্বর দুধসর ইউনিয়নের ৯টি কেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করেন এবং প্রকাশ্যে তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর প্রতীক মোটরসাইকেল, ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা ও ফুটবল প্রতীকের ব্যালটে সিল মারে, যা বিভিন্ন বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে। সংবাদ সম্মেলনে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মোল্লা আরও অভিযোগ করেন, ভোট শুরু হওয়ার আগেই আমার প্রতিদ্বন্দ¦ী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু ও তার ক্যাডার বাহিনী বিভিন্ন ভোট কেন্দ্র দখল করে নেয়।

তিনি জানান, দুধসর ইউনিয়নের ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাজুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধসর ডিজিটাল স্কুল, ত্রিপুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মলমলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর দুধসর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জোরপূর্বক ব্যালটে সিল মেরে নেওয়া হয়। এছাড়া আমার ভোটারদের ভোট কেন্দ্রে আসতে নিষেধ করে। ফলে দুধসর ইউনিয়নে কোনো পোলিং এজেন্টও দিতে পারিনি। নির্বাচনের পরে মন্নু ও তার ক্যাডার বাহিনী আমাদের কর্মী-সমর্থকদের বাড়িঘরে ব্যাপকভাবে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত শৈলকুপা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা, ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ^াস, সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাসান ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।