ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে চেয়ারম্যান হলেন টিপু মল্লিক

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:২৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • / ৮৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মোটরসাইকেল প্রতীকের প্রার্থীকে হারিয়ে আনারস প্রতীকের মো. সাইফুল ইসলাম টিপু মল্লিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার ভোটের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী অফিসার ও  সহকারী রিটার্নিং অফিসার আক্তার এ ফলাফল ঘোষণা করেন।

সাইফুল ইসলাম টিপু মল্লিক আনারস প্রতীকে ৩৪ হাজার ৩০৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পৌর মেয়র শাহিনুর রহমান রিণ্টু মোটরসাইকেল প্রতীকে ২৪ হাজার ৯৭২ ভোট পেয়েছেন। উল্লেখ্য, হরিণাকুণ্ডু উপজেলায় মোট ৭২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটার ছিল ১ লাখ ৬৭ হাজার ১২৭ জন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

টিপু মল্লিক দৈনিক সময়ের সমীকরণকে বলেন, হরিণাকুণ্ডুর মানুষের কাছে তিনি চিরকৃতজ্ঞ। সাধারণ জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়েছেন। তিনি তার বাবার আদর্শকে ধরে রেখে কাজ করে যাবেন। জনগণের সেবা করায় তার কাজ হবে। দুর্নীতিমুক্ত, ধান্দাবাজ, টেন্ডারবাজ ও মাদকমুক্ত হরিণাকুণ্ডু গড়তে কাজ করবেন তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে চেয়ারম্যান হলেন টিপু মল্লিক

আপলোড টাইম : ০৮:২৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মোটরসাইকেল প্রতীকের প্রার্থীকে হারিয়ে আনারস প্রতীকের মো. সাইফুল ইসলাম টিপু মল্লিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার ভোটের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে উপজেলা নির্বাহী অফিসার ও  সহকারী রিটার্নিং অফিসার আক্তার এ ফলাফল ঘোষণা করেন।

সাইফুল ইসলাম টিপু মল্লিক আনারস প্রতীকে ৩৪ হাজার ৩০৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পৌর মেয়র শাহিনুর রহমান রিণ্টু মোটরসাইকেল প্রতীকে ২৪ হাজার ৯৭২ ভোট পেয়েছেন। উল্লেখ্য, হরিণাকুণ্ডু উপজেলায় মোট ৭২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটার ছিল ১ লাখ ৬৭ হাজার ১২৭ জন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

টিপু মল্লিক দৈনিক সময়ের সমীকরণকে বলেন, হরিণাকুণ্ডুর মানুষের কাছে তিনি চিরকৃতজ্ঞ। সাধারণ জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়েছেন। তিনি তার বাবার আদর্শকে ধরে রেখে কাজ করে যাবেন। জনগণের সেবা করায় তার কাজ হবে। দুর্নীতিমুক্ত, ধান্দাবাজ, টেন্ডারবাজ ও মাদকমুক্ত হরিণাকুণ্ডু গড়তে কাজ করবেন তিনি।