ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে পোলিং এজেন্ট ও আনসার সদস্যের দণ্ড

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ১১:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / ৫৩ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে ভোটদানে প্রভাবিত করায় এক পোলিং এজেন্টকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে চিৎলা গ্রামের লস্কর শেখের ছেলে সাইদুল ইসলামকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত সাইদুল ইসলাম এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট ছিলেন। ভোটারদের প্রভাবিত করায় দায়ে তাকে আটক করেন প্রিজাইডিং অফিসার। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১/চ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপর দিকে, একই উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্যের পরিচয়পত্র ব্যবহার করে নির্বাচনী ডিউটি পালন করার অপরাধে বায়জিদ আল নোমান নামের এক ভুয়া আনসার সদস্যকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে পোলিং এজেন্ট ও আনসার সদস্যের দণ্ড

আপলোড টাইম : ১১:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

মেহেরপুরের গাংনীতে ভোটদানে প্রভাবিত করায় এক পোলিং এজেন্টকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে চিৎলা গ্রামের লস্কর শেখের ছেলে সাইদুল ইসলামকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত সাইদুল ইসলাম এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর পোলিং এজেন্ট ছিলেন। ভোটারদের প্রভাবিত করায় দায়ে তাকে আটক করেন প্রিজাইডিং অফিসার। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১/চ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপর দিকে, একই উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্যের পরিচয়পত্র ব্যবহার করে নির্বাচনী ডিউটি পালন করার অপরাধে বায়জিদ আল নোমান নামের এক ভুয়া আনসার সদস্যকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।