ইপেপার । আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ভি জে উচ্চবিদ্যালয় ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / ১২০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাশ করেছে ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চবিদ্যালয় ও চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে এ দুটি প্রতিষ্ঠান শতভাগ পাশের সাফল্য পেয়েছে। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিস থেকে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা স্কুল তথা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩৭ জনই পাশ করেছে। পাশের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন ও চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯০ জনই পাশ করেছে, পাশের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।

এছাড়া চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৫৩ পরীক্ষার্থী অংশ নিয়ে ২৩৭ জন পাশ করেছে, পাশের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১১৫ জন, পাশের হার ৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। সরোজগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে ২৫২ জন পরীক্ষাথী অংশ নিয়ে পাশ করেছে ২৪৮ জন, পাশের হার ৯৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২১ জন পাশ করেছে, পাশের হার ৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৪০ জন পাশ করেছে, পাশের হার ৯৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১১১ জন শিক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৯১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩১ জন পরীক্ষায় নিয়ে পাশ করেছে ১২৩ জন, পাশের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ থেকে ১১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ১০৪ জন পাশ করেছে, পাশের হার ৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ জন।  তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৭০ জন পাশ করেছে, পাশের হার ৯৩ শতাংশ, এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

মাদ্রাসা বোর্ড থেকে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে মোট পাশের হার ৭৮ শতাংশ ও মোট জিপিএ পেয়েছে ৭ জন। এর মধ্যে বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসা থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৯ জন, পাশের হার ৮৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন ও চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসা থেকে ৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩২ জন পাশ করেছে, পাশের হার ৮৬ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ২ জন। এসএসসি (ভোকেশনাল) ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। মোট পাশের হার ৭৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ জন।

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিউল ইসলাম লিটন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে এবার ফলাফল খুব ভালো। আমাদের প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়া সকল শিক্ষার্থী পাশ করেছে। একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এবছর ফলাফল নিয়ে আমরা বেশ খুশি।’ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরপর তিন বছর শতভাগ পাশ হয়েছে। ২০২২ সালে, ২০২৩ সালে এবং এ বছরও আমাদের শতভাগ পাশ হয়েছে। ফলাফল নিয়ে অভিভাবকসহ আমরা সকলে খুশি।’

চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও এসএসসি ভেকেশনালসহ মোট ৪৯টি প্রতিষ্ঠান এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে দুটি প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। স্কুলের সংখ্যা ৩৩টি, স্কুলে পাশের হার ৯২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৪১৫ জন। মাদ্রাসা সংখ্যা ৯টি, মোটের পাশের হার ৭৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৭ জন ও এসএসসি (ভোকেশনাল) থেকে অংশ নেয় ৭টি প্রতিষ্ঠান, মোট পাশের হার ৭৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ভি জে উচ্চবিদ্যালয় ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাশ

আপলোড টাইম : ০৮:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

চুয়াডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাশ করেছে ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চবিদ্যালয় ও চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীরা। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে এ দুটি প্রতিষ্ঠান শতভাগ পাশের সাফল্য পেয়েছে। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিস থেকে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা স্কুল তথা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩৭ জনই পাশ করেছে। পাশের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন ও চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯০ জনই পাশ করেছে, পাশের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।

এছাড়া চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৫৩ পরীক্ষার্থী অংশ নিয়ে ২৩৭ জন পাশ করেছে, পাশের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১১৫ জন, পাশের হার ৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। সরোজগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে ২৫২ জন পরীক্ষাথী অংশ নিয়ে পাশ করেছে ২৪৮ জন, পাশের হার ৯৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১২১ জন পাশ করেছে, পাশের হার ৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৪০ জন পাশ করেছে, পাশের হার ৯৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১১১ জন শিক্ষার্থী পাশ করেছে, পাশের হার ৯১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩১ জন পরীক্ষায় নিয়ে পাশ করেছে ১২৩ জন, পাশের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ থেকে ১১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ১০৪ জন পাশ করেছে, পাশের হার ৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১১ জন।  তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৭০ জন পাশ করেছে, পাশের হার ৯৩ শতাংশ, এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ জন।

মাদ্রাসা বোর্ড থেকে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে মোট পাশের হার ৭৮ শতাংশ ও মোট জিপিএ পেয়েছে ৭ জন। এর মধ্যে বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসা থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৯ জন, পাশের হার ৮৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন ও চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসা থেকে ৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩২ জন পাশ করেছে, পাশের হার ৮৬ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ২ জন। এসএসসি (ভোকেশনাল) ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। মোট পাশের হার ৭৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ জন।

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিউল ইসলাম লিটন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে এবার ফলাফল খুব ভালো। আমাদের প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়া সকল শিক্ষার্থী পাশ করেছে। একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এবছর ফলাফল নিয়ে আমরা বেশ খুশি।’ চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরপর তিন বছর শতভাগ পাশ হয়েছে। ২০২২ সালে, ২০২৩ সালে এবং এ বছরও আমাদের শতভাগ পাশ হয়েছে। ফলাফল নিয়ে অভিভাবকসহ আমরা সকলে খুশি।’

চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও এসএসসি ভেকেশনালসহ মোট ৪৯টি প্রতিষ্ঠান এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে দুটি প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। স্কুলের সংখ্যা ৩৩টি, স্কুলে পাশের হার ৯২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৪১৫ জন। মাদ্রাসা সংখ্যা ৯টি, মোটের পাশের হার ৭৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৭ জন ও এসএসসি (ভোকেশনাল) থেকে অংশ নেয় ৭টি প্রতিষ্ঠান, মোট পাশের হার ৭৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী।