ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন

আলমডাঙ্গায় উপজেলা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০১:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / ৫৪ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের আচরণবিধি মেনে প্রচার-প্রচারণাসহ যাবতীয় কার্যক্রম চালানোর জন্য প্রার্থীদের নির্দেশনা দেন। নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারেও উপস্থিত সকলকে সতর্ক করেন। তিনি বলেন, ‘যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে, সেক্ষেত্রে দল ও প্রার্থী বিবেচনা না করে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ রক্ষায় প্রশাসন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তাই পরিস্থিতির অবনতির কোনো সুযোগ নেই। আমরা চেষ্টা করেছি এমন একটি পরিবেশ তৈরি করতে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন।’

সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী, এনএসআই-এর উপ-পরিচালক ইয়াসিন সোহাইল, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সিনিয়র সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আজম।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্নিগ্ধা দাসের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান, মমিন চৌধুরী ডাবু, কে এম মঞ্জিরুল রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল রেখা, ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান, সৈকত খান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন

আলমডাঙ্গায় উপজেলা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় জেলা প্রশাসক

আপলোড টাইম : ০১:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের আচরণবিধি মেনে প্রচার-প্রচারণাসহ যাবতীয় কার্যক্রম চালানোর জন্য প্রার্থীদের নির্দেশনা দেন। নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারেও উপস্থিত সকলকে সতর্ক করেন। তিনি বলেন, ‘যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে, সেক্ষেত্রে দল ও প্রার্থী বিবেচনা না করে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ রক্ষায় প্রশাসন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তাই পরিস্থিতির অবনতির কোনো সুযোগ নেই। আমরা চেষ্টা করেছি এমন একটি পরিবেশ তৈরি করতে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন।’

সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী, এনএসআই-এর উপ-পরিচালক ইয়াসিন সোহাইল, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সিনিয়র সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আজম।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্নিগ্ধা দাসের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান, মমিন চৌধুরী ডাবু, কে এম মঞ্জিরুল রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজল রেখা, ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান, সৈকত খান প্রমুখ।