ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা

২৩-২৫ এপ্রিল মেলা আয়োজনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোড টাইম : ০৯:১৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • / ৭৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া, সাংবাদিক শাহ আলম সনিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে এপ্রিল মাসের ২৩, ২৪ ও ২৫ তারিখ তিন দিনব্যাপী এ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে ২৩ এপ্রিল মেলার উদ্বোধন করা হবে। এবং ২৫ এপ্রিল পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে। মেলায় বিজ্ঞান অলিম্পিয়ার্ড, বিজ্ঞান বিষয়ক কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। মেলায় উপজেলা পর্যায় থেকে বিজয়ীরা অংশগ্রহণ করবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী গড়ে তুলতে বিজ্ঞান মেলা ভূমিকা রাখে। এই আয়োজনটিতে আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নেবে। তাদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি পাবে। বিজ্ঞান চর্চাকে আরও বেশি বাড়িয়ে তুলবে। অনুষ্ঠানটিকে সফল করার দায়িত্ব আমাদের। সেটি সঠিক এবং সুন্দরভাবে করতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা

২৩-২৫ এপ্রিল মেলা আয়োজনের সিদ্ধান্ত

আপলোড টাইম : ০৯:১৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া, সাংবাদিক শাহ আলম সনিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে এপ্রিল মাসের ২৩, ২৪ ও ২৫ তারিখ তিন দিনব্যাপী এ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে ২৩ এপ্রিল মেলার উদ্বোধন করা হবে। এবং ২৫ এপ্রিল পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে। মেলায় বিজ্ঞান অলিম্পিয়ার্ড, বিজ্ঞান বিষয়ক কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। মেলায় উপজেলা পর্যায় থেকে বিজয়ীরা অংশগ্রহণ করবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী গড়ে তুলতে বিজ্ঞান মেলা ভূমিকা রাখে। এই আয়োজনটিতে আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নেবে। তাদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি পাবে। বিজ্ঞান চর্চাকে আরও বেশি বাড়িয়ে তুলবে। অনুষ্ঠানটিকে সফল করার দায়িত্ব আমাদের। সেটি সঠিক এবং সুন্দরভাবে করতে হবে।