ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করলেন দিলীপ কুমার আগরওয়ালা

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • / ৬৬ বার পড়া হয়েছে


যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন, শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণসহ স্বাধীনতা র‌্যালির মাধ্যমে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন দিলীপ কুমার আগরওয়ালা।

গতকাল মঙ্গলবার সকালে প্রথমে স্বাধীনতা র‌্যালি শেষে চুয়াডাঙ্গার শহিদ হাসান চত্বর সংলগ্ন শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে হেঁটে হেঁটে পান্না সিনেমা হলের নিজ রাজনৈতিক কার্যালয়ে আসেন। এর আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ডিসি মঞ্চে জেলা প্রশাসনের অনুষ্ঠানে অংশ নেন এবং জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এসময় শহিদদের আত্মত্যাগের কথা তুলে ধরে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, স্বাধীনতা দিবস হলো যেমন আনন্দের, তেমনি দুঃখের। বাঙালি জাতিকে নিঃশেষ করার জন্য ২৫ শে মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত ‘অপারেশন সার্চ লাইটে’র নীলনকশা বাস্তবায়ন করে। বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে সারাদেশে নির্যাতন চালায় নিরস্ত্র বাঙালির ওপর। সেদিনের আত্মত্যাগেই অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলা আজ স্মার্ট বাংলাদেশে রূপান্তর করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এ কর্মসূচিতে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, আওয়ামী লীগ নেতা অ্যাড. মনিবুর হাসান পলাশ, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম চৌধুরী, কমল কুমার বিশ্বাস, জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ সোহেল, আলমডাঙ্গা ছাত্রলীগ নেতা সাব্বির উজ্জামান, যুবলীগ নেতা হাবিবুর রহমান রুবেল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি আশিক, মো. সুজন, হাবীব, বাধন, হোসেন, রাতুল, রাসেল, জানিব, মামুন, শিলন, রোকন, শোয়েব প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করলেন দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড টাইম : ১০:০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪


যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন, শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণসহ স্বাধীনতা র‌্যালির মাধ্যমে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন দিলীপ কুমার আগরওয়ালা।

গতকাল মঙ্গলবার সকালে প্রথমে স্বাধীনতা র‌্যালি শেষে চুয়াডাঙ্গার শহিদ হাসান চত্বর সংলগ্ন শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে হেঁটে হেঁটে পান্না সিনেমা হলের নিজ রাজনৈতিক কার্যালয়ে আসেন। এর আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ডিসি মঞ্চে জেলা প্রশাসনের অনুষ্ঠানে অংশ নেন এবং জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এসময় শহিদদের আত্মত্যাগের কথা তুলে ধরে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, স্বাধীনতা দিবস হলো যেমন আনন্দের, তেমনি দুঃখের। বাঙালি জাতিকে নিঃশেষ করার জন্য ২৫ শে মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত ‘অপারেশন সার্চ লাইটে’র নীলনকশা বাস্তবায়ন করে। বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে সারাদেশে নির্যাতন চালায় নিরস্ত্র বাঙালির ওপর। সেদিনের আত্মত্যাগেই অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলা আজ স্মার্ট বাংলাদেশে রূপান্তর করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এ কর্মসূচিতে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, আওয়ামী লীগ নেতা অ্যাড. মনিবুর হাসান পলাশ, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম চৌধুরী, কমল কুমার বিশ্বাস, জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ সোহেল, আলমডাঙ্গা ছাত্রলীগ নেতা সাব্বির উজ্জামান, যুবলীগ নেতা হাবিবুর রহমান রুবেল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি আশিক, মো. সুজন, হাবীব, বাধন, হোসেন, রাতুল, রাসেল, জানিব, মামুন, শিলন, রোকন, শোয়েব প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।