ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ, কয়েকটি পরিবার ‘অবরুদ্ধ’

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
  • আপলোড টাইম : ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • / ৪৮ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের নির্মাণকাজ শুরু হওয়ায় বেশ কয়েকটি পরিবারের অবরুদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের জমিদানকারীরা প্রতিকার চেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১লা মার্চ দামুড়হুদা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদানকারী সদস্যদের এবং বিদ্যালয়ের পাশে বসবাসকারীদের কোনো কিছু না জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোর্তুজা ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. লিয়াকত আলী সীমানা প্রাচীর দেওয়ার জন্য সার্ভেয়ার নিয়ে জমি পরিমাপ করেন। পরে স্থানীয়রা এবং দাতা সদস্যরা প্রধান শিক্ষকের কাছে গিয়ে জানতে পারেন প্রাচীর দেওয়ার জন্য সীমানা নির্ধারণ করা হচ্ছে। সে সময় দাতা সদস্য এবং স্থানীয়রা আপত্তি জানান। তবে তাদের সমস্যার কথা না শুনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি প্রাচীর নির্মাণকাজ চলমান রাখেন। এ ঘটনায় ৬ মার্চ বিদ্যালয়ের জমিদাতা সদস্যরা এবং স্থানীয় কয়েকটি অসহায় পরিবার মিলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু হাসান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা শিক্ষা কমিটির মিটিং করেছি। মিটিংয়ে জমিদাতা সদস্যদের চলাচলের রাস্তা রেখে সীমানা প্রাচীর নির্মাণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি বরাবর চিঠি দেওয়া হয়েছে।’ এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, এ সংক্রান্ত একটা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করে উভয় পক্ষের সাথে কথা বলে জনসাধারণের চলাচলের রাস্তা রেখে প্রাচীর নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ, কয়েকটি পরিবার ‘অবরুদ্ধ’

আপলোড টাইম : ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের নির্মাণকাজ শুরু হওয়ায় বেশ কয়েকটি পরিবারের অবরুদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের জমিদানকারীরা প্রতিকার চেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১লা মার্চ দামুড়হুদা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদানকারী সদস্যদের এবং বিদ্যালয়ের পাশে বসবাসকারীদের কোনো কিছু না জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোর্তুজা ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. লিয়াকত আলী সীমানা প্রাচীর দেওয়ার জন্য সার্ভেয়ার নিয়ে জমি পরিমাপ করেন। পরে স্থানীয়রা এবং দাতা সদস্যরা প্রধান শিক্ষকের কাছে গিয়ে জানতে পারেন প্রাচীর দেওয়ার জন্য সীমানা নির্ধারণ করা হচ্ছে। সে সময় দাতা সদস্য এবং স্থানীয়রা আপত্তি জানান। তবে তাদের সমস্যার কথা না শুনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি প্রাচীর নির্মাণকাজ চলমান রাখেন। এ ঘটনায় ৬ মার্চ বিদ্যালয়ের জমিদাতা সদস্যরা এবং স্থানীয় কয়েকটি অসহায় পরিবার মিলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু হাসান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা শিক্ষা কমিটির মিটিং করেছি। মিটিংয়ে জমিদাতা সদস্যদের চলাচলের রাস্তা রেখে সীমানা প্রাচীর নির্মাণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি বরাবর চিঠি দেওয়া হয়েছে।’ এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, এ সংক্রান্ত একটা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পেয়ে উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করে উভয় পক্ষের সাথে কথা বলে জনসাধারণের চলাচলের রাস্তা রেখে প্রাচীর নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।