ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গরমের পর স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / ৫৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় গরমের পর স্বস্তির বৃষ্টি হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে হালকা বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়। সারাদিনের তীব্র রোদ ও গরমের পর এ বৃষ্টি রোজাদারদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। এদিকে, চুয়াডাঙ্গায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৭ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।  বৃহস্পতিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, গত বছরের তুলনায় এবছর গরমের তীব্রতা অনেক বেশি হবে। মৌসুমের শুরুতেই এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। গরমের তীব্রতা আরও বেড়ে মাঝারি তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এ ধারা আরও কিছুদিন অব্যহত থাকবে বলেও জানান তিনি। এদিকে, দিনের বেলা সূর্যের তাপের তীব্রতায় বেশ গরম অনুভূত হয়। বিশেষ করে এ গরমে রোজাদাররা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। রোদের প্রখরতা বাড়ার সাথে সাথে কমছে বাইরে রোজাদারদের চলাফেরা। তবে রাত ৯টার দিকে স্বস্তির বার্তা নিয়ে আসে হালকা বাতাসের সাথে বৃষ্টি। এতেই যেন সামান্য হলেও রোজাদাররা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তারাবির নামাজ পড়ে বেরিয়ে আব্দুস সালাম নামের এক ব্যক্তি বলেন, সারাদিন গরমে খুব কষ্ট হয়েছে। তবে রাতের এই বৃষ্টির পর এখন একটু ভালো লাগছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় গরমের পর স্বস্তির বৃষ্টি

আপলোড টাইম : ০৮:০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গায় গরমের পর স্বস্তির বৃষ্টি হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে হালকা বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়। সারাদিনের তীব্র রোদ ও গরমের পর এ বৃষ্টি রোজাদারদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। এদিকে, চুয়াডাঙ্গায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৭ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।  বৃহস্পতিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, গত বছরের তুলনায় এবছর গরমের তীব্রতা অনেক বেশি হবে। মৌসুমের শুরুতেই এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। গরমের তীব্রতা আরও বেড়ে মাঝারি তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এ ধারা আরও কিছুদিন অব্যহত থাকবে বলেও জানান তিনি। এদিকে, দিনের বেলা সূর্যের তাপের তীব্রতায় বেশ গরম অনুভূত হয়। বিশেষ করে এ গরমে রোজাদাররা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। রোদের প্রখরতা বাড়ার সাথে সাথে কমছে বাইরে রোজাদারদের চলাফেরা। তবে রাত ৯টার দিকে স্বস্তির বার্তা নিয়ে আসে হালকা বাতাসের সাথে বৃষ্টি। এতেই যেন সামান্য হলেও রোজাদাররা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তারাবির নামাজ পড়ে বেরিয়ে আব্দুস সালাম নামের এক ব্যক্তি বলেন, সারাদিন গরমে খুব কষ্ট হয়েছে। তবে রাতের এই বৃষ্টির পর এখন একটু ভালো লাগছে।