ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নানা আয়োজনে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালন

'নাগরিক জীবনের অন্যতম সূচক হচ্ছে নিরাপদ পণ্য’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • / ৫৪ বার পড়া হয়েছে

নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে র‌্যালি, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু প্রমুখ।
অনুষ্ঠানে ভোক্তা অধিকারের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিজাইল জোয়ার্দ্দার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জনগণের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে ভোক্তা-অধিকার সংরক্ষণ ও উন্নয়নের বিষয়ে অধিক মনোযোগী। এই লক্ষ্যে সরকার ২০০৯ সালে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ প্রণয়ন ও আইনের সফল বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উন্নত নাগরিক জীবনের অন্যতম সূচক হচ্ছে নিরাপদ পণ্য ও উন্নত পরিসেবা পাওয়ার অধিকার। বক্তারা আরো বলেন, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সব কর্মচারী ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস তাদের পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে অগ্রগতির ধারা অব্যাহত থাকবে।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হেসেন। তিনি বলেন, প্রতিনিয়ত ভোক্তারা প্রতারিত হচ্ছে। বাজার অস্থিতিশীল করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তারা পণ্যের দাম বৃদ্ধি করে ভোক্তাদের ঠকাচ্ছে। আসুন আমরা সকল ভোক্তা সচেতন হই।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি ও পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জাহা, খাদ্য অফিসার আব্দুল হামিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, ব্যবসায়ী রফিক মিয়া, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার আক্তারউজ্জামান, স্যানেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। সভায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার স্থিতি রাখা, ভেজাল পণ্য বিক্রয় না করা, ভোক্তাদের নাগালের মধ্যে পণ্যের দাম ঠিক রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। বণিক সমিতির সভাপতি ও সম্পাদকসহ সকল ব্যবসায়ী সংগঠনকে সহায়তা করতে আহ্বান জানানো হয় সভায়।

দামুড়হুদা:

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ প্রতিপাদ্যে দামুড়হুদায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা।
তিনি বলেন, রমজান মাস উপলক্ষে কেউ বেশি দামে পণ্য বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সততার সাথে সবাইকে ব্যবসা করতে হবে। রমজান মাসে বাজার মনিটরিং আরও বাড়ানো হবে। কেউ যেন বেশি দামে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি না করতে পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। এই দিবসে প্রত্যাশা থাকবে, বাজার মনিটরিং ও নিয়ন্ত্রণ রাখা। তাহলে সুষ্ঠু ও সুন্দর দেশ গড়ে উঠবে। সভায় উপজেলার সকল অফিসার, সমাজসেবক, বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সাধারণ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জীবননগর:

জীবননগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উন্মুক্ত আলোচনা অংশ নেন সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ সভাপতিত্বের বক্তব্যে বলেন, ‘আমরা নিয়মিত বাজার তদারকিতে অভিযান পরিচালনা করি। তবে শুধু আমাদের একার পক্ষে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। সবাইকে সতর্ক হতে হবে। আমরা বাজারে অভিযানে গেলে ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে মূল্য-তালিকা টাঙান। তবে অন্য সময় তাদের প্রতিষ্ঠানে মূল্য-তালিকা টাঙানো থাকে না। আমাদের এই সংস্কৃতিতে থেকে বের হয়ে আসতে হবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরশাফুল আলম ও জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বন কর্মকর্তা কাজল, জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, সাংবাদিক সালাউদ্দিন কাজল প্রমুখ।

মেহেরপুর:

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো. শামীম হাসানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. শামীম হাসানের সভাপতিত্বে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমন।
র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আব্দুল করিম, মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, আবীর হোসেনে, মেহেরপুর টিটিসির কোরিয়ান ভাষা প্রশিক্ষক সফিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম, হোটেল ব্যবাসায়ী মো. জিয়া প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নানা আয়োজনে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালন

'নাগরিক জীবনের অন্যতম সূচক হচ্ছে নিরাপদ পণ্য’

আপলোড টাইম : ০২:৫৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে র‌্যালি, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু প্রমুখ।
অনুষ্ঠানে ভোক্তা অধিকারের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিজাইল জোয়ার্দ্দার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের জনগণের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে ভোক্তা-অধিকার সংরক্ষণ ও উন্নয়নের বিষয়ে অধিক মনোযোগী। এই লক্ষ্যে সরকার ২০০৯ সালে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ প্রণয়ন ও আইনের সফল বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উন্নত নাগরিক জীবনের অন্যতম সূচক হচ্ছে নিরাপদ পণ্য ও উন্নত পরিসেবা পাওয়ার অধিকার। বক্তারা আরো বলেন, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সব কর্মচারী ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস তাদের পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে অগ্রগতির ধারা অব্যাহত থাকবে।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হেসেন। তিনি বলেন, প্রতিনিয়ত ভোক্তারা প্রতারিত হচ্ছে। বাজার অস্থিতিশীল করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। তারা পণ্যের দাম বৃদ্ধি করে ভোক্তাদের ঠকাচ্ছে। আসুন আমরা সকল ভোক্তা সচেতন হই।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি ও পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জাহা, খাদ্য অফিসার আব্দুল হামিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, ব্যবসায়ী রফিক মিয়া, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার আক্তারউজ্জামান, স্যানেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। সভায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার স্থিতি রাখা, ভেজাল পণ্য বিক্রয় না করা, ভোক্তাদের নাগালের মধ্যে পণ্যের দাম ঠিক রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। বণিক সমিতির সভাপতি ও সম্পাদকসহ সকল ব্যবসায়ী সংগঠনকে সহায়তা করতে আহ্বান জানানো হয় সভায়।

দামুড়হুদা:

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ প্রতিপাদ্যে দামুড়হুদায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা।
তিনি বলেন, রমজান মাস উপলক্ষে কেউ বেশি দামে পণ্য বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সততার সাথে সবাইকে ব্যবসা করতে হবে। রমজান মাসে বাজার মনিটরিং আরও বাড়ানো হবে। কেউ যেন বেশি দামে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি না করতে পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। এই দিবসে প্রত্যাশা থাকবে, বাজার মনিটরিং ও নিয়ন্ত্রণ রাখা। তাহলে সুষ্ঠু ও সুন্দর দেশ গড়ে উঠবে। সভায় উপজেলার সকল অফিসার, সমাজসেবক, বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সাধারণ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জীবননগর:

জীবননগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উন্মুক্ত আলোচনা অংশ নেন সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ সভাপতিত্বের বক্তব্যে বলেন, ‘আমরা নিয়মিত বাজার তদারকিতে অভিযান পরিচালনা করি। তবে শুধু আমাদের একার পক্ষে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। সবাইকে সতর্ক হতে হবে। আমরা বাজারে অভিযানে গেলে ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে মূল্য-তালিকা টাঙান। তবে অন্য সময় তাদের প্রতিষ্ঠানে মূল্য-তালিকা টাঙানো থাকে না। আমাদের এই সংস্কৃতিতে থেকে বের হয়ে আসতে হবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরশাফুল আলম ও জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বন কর্মকর্তা কাজল, জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, সাংবাদিক সালাউদ্দিন কাজল প্রমুখ।

মেহেরপুর:

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মো. শামীম হাসানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মো. শামীম হাসানের সভাপতিত্বে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমন।
র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আব্দুল করিম, মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, আবীর হোসেনে, মেহেরপুর টিটিসির কোরিয়ান ভাষা প্রশিক্ষক সফিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম, হোটেল ব্যবাসায়ী মো. জিয়া প্রমুখ।