ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগরে বাজার মনিটরিংয়ে প্রশাসন

ভ্রাম্যমাণ আদালতে ১৩ ব্যবসায়ীকে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ৮১ বার পড়া হয়েছে

পবিত্র রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগরে বাজার তদারকি করেছে উপজেলা প্রশাসন। এসময় অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে ১৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

চুয়াডাঙ্গা:

পবিত্র মাহে রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযান অব্যাহত রাখা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে সদর উপজেলার ভালাইপুর মোড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অনিয়ম পাওয়ায় দুটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা বলেন, পবিত্র মাহে রমজানে এক শ্রেণির ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে ব্যবসা পরিচালনা করেন। গতকাল দুপুরে সদর উপজেলার ভালাইপুর মোড়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় কৃষি বিপণন লাইসেন্স না থাকায় কৃষি বিপণন আইন ২০১৮ সালের ১৯/১ এর (ক) ধারায় মেসার্স তুষার স্টোরের মালিক মনিরুল ইসলামকে ১ হাজার টাকা এবং অতিরিক্ত দামে মাংস বিক্রির অভিযোগে মাংস বিক্রেতা আতিয়ার রহমানকে ৫ শ টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় রমজানের দ্বিতীয় দিনে বাজার তদারকিতে নেমেছিল ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং দল। এসময় ব্যবসায়ীদের সতর্ক করা ছাড়াও পৌর শহরের ৯টি দোকানিকে অতি মুনাফার জন্য সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং দল ঘুরে আসার পরপরই দাম বাড়িয়ে দিতে দেখা গেছে অসাধু ব্যবসায়ীদের। এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের কথা বলছে উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, আলমডাঙ্গা পৌর বাজারে বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হচ্ছে। বর্ধিত দামে বিক্রি হওয়া খেজুর, তরমুজ, শসা, ডালসহ বিভিন্ন নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বিক্রেতা এবং আড়তদারদের সঙ্গে কথা বলেছেন তারা। পরীক্ষা করেছেন ক্রয়-বিক্রয়ের রশিদ। এরমধ্যে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। অভিযানে ব্যবসয়ীদের দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সতর্ক করা হয়। অভিযান পরিচালানয় সহযোগিতা করে আলমডাঙ্গা বণিক সমিতির সদস্যবৃন্দ ও আলমডাঙ্গা থানার পুলিশ বাহিনীর একটি দল। এদিকে, সাধারণ ক্রেতারা অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং দল চলে যাওয়ার পর ফল, শসা ও মুদির দোকানিরা আবার অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করতে শুরু করে।

জীবননগর:

চুয়াডাঙ্গার জীবননগরে মূল্য-তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে জীবননগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মততাজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গতকাল বুধবার জীবননগর বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মততাজ। এসময় পণ্যের মেয়াদ, মূল্য-তালিকা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করেন। অভিযানে আরশাফ আলীর মুদি দোকানে পণ্যের মূল্য-তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এদিকে মো. আলমগীরের কাঁচামালের দোকানে মূল্য-তালিকা না থাকায় একই আইনের ৪০ ধারায় তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়। িউপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মততাজ বলেন, পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। এদিন মূল্য-তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে আরও বেশি জরিমানা করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগরে বাজার মনিটরিংয়ে প্রশাসন

ভ্রাম্যমাণ আদালতে ১৩ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড টাইম : ০৯:৪৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

পবিত্র রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও জীবননগরে বাজার তদারকি করেছে উপজেলা প্রশাসন। এসময় অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে ১৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

চুয়াডাঙ্গা:

পবিত্র মাহে রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযান অব্যাহত রাখা হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে সদর উপজেলার ভালাইপুর মোড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অনিয়ম পাওয়ায় দুটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা বলেন, পবিত্র মাহে রমজানে এক শ্রেণির ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে ব্যবসা পরিচালনা করেন। গতকাল দুপুরে সদর উপজেলার ভালাইপুর মোড়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় কৃষি বিপণন লাইসেন্স না থাকায় কৃষি বিপণন আইন ২০১৮ সালের ১৯/১ এর (ক) ধারায় মেসার্স তুষার স্টোরের মালিক মনিরুল ইসলামকে ১ হাজার টাকা এবং অতিরিক্ত দামে মাংস বিক্রির অভিযোগে মাংস বিক্রেতা আতিয়ার রহমানকে ৫ শ টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় রমজানের দ্বিতীয় দিনে বাজার তদারকিতে নেমেছিল ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং দল। এসময় ব্যবসায়ীদের সতর্ক করা ছাড়াও পৌর শহরের ৯টি দোকানিকে অতি মুনাফার জন্য সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং দল ঘুরে আসার পরপরই দাম বাড়িয়ে দিতে দেখা গেছে অসাধু ব্যবসায়ীদের। এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের কথা বলছে উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, আলমডাঙ্গা পৌর বাজারে বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হচ্ছে। বর্ধিত দামে বিক্রি হওয়া খেজুর, তরমুজ, শসা, ডালসহ বিভিন্ন নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বিক্রেতা এবং আড়তদারদের সঙ্গে কথা বলেছেন তারা। পরীক্ষা করেছেন ক্রয়-বিক্রয়ের রশিদ। এরমধ্যে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস। অভিযানে ব্যবসয়ীদের দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সতর্ক করা হয়। অভিযান পরিচালানয় সহযোগিতা করে আলমডাঙ্গা বণিক সমিতির সদস্যবৃন্দ ও আলমডাঙ্গা থানার পুলিশ বাহিনীর একটি দল। এদিকে, সাধারণ ক্রেতারা অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং দল চলে যাওয়ার পর ফল, শসা ও মুদির দোকানিরা আবার অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করতে শুরু করে।

জীবননগর:

চুয়াডাঙ্গার জীবননগরে মূল্য-তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে জীবননগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মততাজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গতকাল বুধবার জীবননগর বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মততাজ। এসময় পণ্যের মেয়াদ, মূল্য-তালিকা, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করেন। অভিযানে আরশাফ আলীর মুদি দোকানে পণ্যের মূল্য-তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এদিকে মো. আলমগীরের কাঁচামালের দোকানে মূল্য-তালিকা না থাকায় একই আইনের ৪০ ধারায় তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়। িউপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মততাজ বলেন, পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। এদিন মূল্য-তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে আরও বেশি জরিমানা করা হবে।