ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

দুই দালালের কারাদণ্ড ও জরিমানা

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ৫৮ বার পড়া হয়েছে

মেহেরপুর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় শাওন খান নামের এক দালালকে ২০০ টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে জেলা বিআরটিএ কার্যালয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করে দুদকের সদস্যরা। এসময় সরকারি কাজে প্রতিবন্ধকতা তৈরি ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে তাকে জরিমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও নাজমুস সাকিব নামের অপর এক ব্যক্তিকে একই অপরাধে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনসহ দুদকের একটি দল।

অভিযান সূত্রে জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দুদকের হটলাইন (১০৬) নম্বরে কল দিয়ে লাইসেন্স প্রদানে অনিয়মের অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গতকাল সকালে ছদ্মবেশে বিআরটিএ অফিসে ঘটনার সত্যতা যাচাই করে দুদকের দলটি। এ সময় লাইসেন্স তৈরি করতে ১০ হাজার টাকা দাবি করে শাওন খান ও তার সহযোগী নাজমুস সাকিব। পরে উক্ত অভিযোগ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ ও ১৮৮ মোতাবেক তাদেরকে শাস্তির আওতায় আনা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

দুই দালালের কারাদণ্ড ও জরিমানা

আপলোড টাইম : ০৯:৪৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

মেহেরপুর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় শাওন খান নামের এক দালালকে ২০০ টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে জেলা বিআরটিএ কার্যালয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করে দুদকের সদস্যরা। এসময় সরকারি কাজে প্রতিবন্ধকতা তৈরি ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে তাকে জরিমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও নাজমুস সাকিব নামের অপর এক ব্যক্তিকে একই অপরাধে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া দুদক কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনসহ দুদকের একটি দল।

অভিযান সূত্রে জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দুদকের হটলাইন (১০৬) নম্বরে কল দিয়ে লাইসেন্স প্রদানে অনিয়মের অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গতকাল সকালে ছদ্মবেশে বিআরটিএ অফিসে ঘটনার সত্যতা যাচাই করে দুদকের দলটি। এ সময় লাইসেন্স তৈরি করতে ১০ হাজার টাকা দাবি করে শাওন খান ও তার সহযোগী নাজমুস সাকিব। পরে উক্ত অভিযোগ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ ও ১৮৮ মোতাবেক তাদেরকে শাস্তির আওতায় আনা হয়।