ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সঠিকভাবে পালন করতে হবে। এ জন্য আলাদা আলাদা যে কমিটি আছে এবং সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে চিঠি দিয়ে জানানো হবে। প্রতিটি দিবসে প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তদারকি করতে হবে। তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয় জীবনে এই দিবসগুলো অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই দিবসের যথাযথ মর্যাদা ও পবিত্র রমজানের বিষয়টি মাথায় রেখে দিবসগুলো উদ্যাপন করতে হবে।’

সভায় দিবস তিনটি যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে ওইদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। এরপর শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে সকাল ১০টায় ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। সকল মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠিত হবে। রমজানের জন্য এবারে রাতে সরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন করতে হবে।
২৫ মার্চের গণহত্যা দিবসের দিনটিও যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। জেলা তথ্য অফিস প্রামাণ্য চিত্র প্রদর্শন করবে। ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত/প্রার্থনা। এদিন রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্য প্রতীকী ব্লাক আউট করা হবে। সকাল ১০টায় গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে ডিসি সাহিত্য মঞ্চে।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ওইদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুরু করা হবে। পরে শহিদ হাসান চত্বরে শহিদ বেদিতে পুস্পস্তবক অর্পণ, সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বেলা ১১টায় ডিসি সাহিত্য মঞ্চে আয়োজন করা হবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। বেলা সাড়ে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জেলার সকল মসজিদ/মন্দির/গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে।
সভায় গত বছরের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্তগুলো পড়ে শোনান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম মিনহাজ। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, জেলা পরিষদের প্রদান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল, সকল উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্কুল-কলেজ, এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা

আপলোড টাইম : ০৩:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সঠিকভাবে পালন করতে হবে। এ জন্য আলাদা আলাদা যে কমিটি আছে এবং সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে চিঠি দিয়ে জানানো হবে। প্রতিটি দিবসে প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তদারকি করতে হবে। তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয় জীবনে এই দিবসগুলো অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই দিবসের যথাযথ মর্যাদা ও পবিত্র রমজানের বিষয়টি মাথায় রেখে দিবসগুলো উদ্যাপন করতে হবে।’

সভায় দিবস তিনটি যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে ওইদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হবে। এরপর শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে সকাল ১০টায় ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। সকল মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠিত হবে। রমজানের জন্য এবারে রাতে সরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন করতে হবে।
২৫ মার্চের গণহত্যা দিবসের দিনটিও যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। জেলা তথ্য অফিস প্রামাণ্য চিত্র প্রদর্শন করবে। ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত/প্রার্থনা। এদিন রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্য প্রতীকী ব্লাক আউট করা হবে। সকাল ১০টায় গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে ডিসি সাহিত্য মঞ্চে।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ওইদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুরু করা হবে। পরে শহিদ হাসান চত্বরে শহিদ বেদিতে পুস্পস্তবক অর্পণ, সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বেলা ১১টায় ডিসি সাহিত্য মঞ্চে আয়োজন করা হবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। বেলা সাড়ে ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জেলার সকল মসজিদ/মন্দির/গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে।
সভায় গত বছরের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্তগুলো পড়ে শোনান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম মিনহাজ। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, জেলা পরিষদের প্রদান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল, সকল উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্কুল-কলেজ, এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।