ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

ম্যজিস্ট্রেট দেখে শসার দাম কমলো কেজিতে ৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোড টাইম : ১২:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে গত সোমবার চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন। অভিযানে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি না করতে নির্দেশনা দেয়া হয়। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিলেও খুচরা বিক্রেতারা এ প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকেই চড়া দামে পণ্য বিক্রি করতে দেখা গেছে খুচরা বিক্রেতাদের। সোমবার প্রতি কেজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা এবং শসা ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হলেও গতকাল এ চিত্র ছিল ভিন্ন। সকাল থেকে বেগুন বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি, শসা বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে শহরের বড় বাজার নিচের বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে অনিয়ম প্রমাণিত হওয়ায় চার প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, অভিযানের খবর পেয়ে শসা কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা কম দামে বিক্রি হতে দেখা যায়। বেগুনের অবস্থা একই। অভিযানের খবরে বেগুন বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। অভিযান শেষে হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে খুচরা বিক্রেতারা আবারও চড়ামূল্যে পণ্য বিক্রি করতে শুরু করে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন বলেন, গতকাল দুপুরে চুয়াডাঙ্গার বড় বাজার নিচের বাজারের অভিযান চালানো হয়। অভিযানে ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ না করা ও মূল্যতালিকা সংরক্ষণ না করার অপরাধে বড় বাজারের নিচের বাজারের সবজি বিক্রেতা রবিউল ও মানিক এবং মুরগী ব্যবসায়ী আব্দুল সামাদ ও আনিস মিয়াকে কৃষি বিপণন আইন ২০১৮ সালের ১৯ এর ১ ধারায় ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৫ শ টাকা করে জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে চলমান এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

ম্যজিস্ট্রেট দেখে শসার দাম কমলো কেজিতে ৪০ টাকা

আপলোড টাইম : ১২:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে গত সোমবার চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন। অভিযানে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি না করতে নির্দেশনা দেয়া হয়। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিলেও খুচরা বিক্রেতারা এ প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকেই চড়া দামে পণ্য বিক্রি করতে দেখা গেছে খুচরা বিক্রেতাদের। সোমবার প্রতি কেজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা এবং শসা ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হলেও গতকাল এ চিত্র ছিল ভিন্ন। সকাল থেকে বেগুন বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি, শসা বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে শহরের বড় বাজার নিচের বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে অনিয়ম প্রমাণিত হওয়ায় চার প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, অভিযানের খবর পেয়ে শসা কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা কম দামে বিক্রি হতে দেখা যায়। বেগুনের অবস্থা একই। অভিযানের খবরে বেগুন বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। অভিযান শেষে হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে খুচরা বিক্রেতারা আবারও চড়ামূল্যে পণ্য বিক্রি করতে শুরু করে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন বলেন, গতকাল দুপুরে চুয়াডাঙ্গার বড় বাজার নিচের বাজারের অভিযান চালানো হয়। অভিযানে ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ না করা ও মূল্যতালিকা সংরক্ষণ না করার অপরাধে বড় বাজারের নিচের বাজারের সবজি বিক্রেতা রবিউল ও মানিক এবং মুরগী ব্যবসায়ী আব্দুল সামাদ ও আনিস মিয়াকে কৃষি বিপণন আইন ২০১৮ সালের ১৯ এর ১ ধারায় ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৫ শ টাকা করে জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে চলমান এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল।