ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দলিল লেখক সমিতির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে টোটন জোয়ার্দ্দার

আপনাদের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোড টাইম : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / ৫৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর দলিল লেখক সমিতি কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর দলিল লেখক সমিতি। অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের এটি একটি সংগঠন, আর এই সংগঠনের আপনারা এক একজন যোগ্য নেতৃত্বের অধিকারী। আপনারা পূর্বের কমিটিকে সাথে নিয়ে একত্রিত হয়ে কাজ কবেন। আপনাদের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে।’ নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের সমিতির আয় ও ব্যয়ের হিসাব থাকতে হবে। প্রতি বছরে বছরে সাধারণ সভা করতে হবে। আপনাদের এই সংগঠনকে চমৎকার একটি সংগঠনে পরিণত করতে হবে। আমরা আপনাদের সাথে থেকে সার্বক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করব।’
চুয়াডাঙ্গা সদর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অর্থবিষয়ক সম্পাদক শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর সাব-রেজিস্ট্রার গোলাম মোর্তুজা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ প্রমুখ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু সাইদ ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, আমন্ত্রিত অতিথি ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথি, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সদস্য ও সাবেক কমিটির সদস্যদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গার দলিল লেখক সমিতির প্রয়াত সদস্যদের সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহসভাপতি শাহিন আহম্মেদ, বজলু, সহসাধারণ সম্পাদক আবু জহির, সাংগঠনিক সম্পাদক গালিব আজম ওয়ারা, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক বশির আহম্মেদ এবং কার্যনির্বাহী সদস্য ছরোয়ার, হাবিব, মোবারক, শরিফুল ইসলাম ও ফকরুল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় দলিল লেখক সমিতির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে টোটন জোয়ার্দ্দার

আপনাদের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে

আপলোড টাইম : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গা সদর দলিল লেখক সমিতি কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সদর দলিল লেখক সমিতি। অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনাদের এটি একটি সংগঠন, আর এই সংগঠনের আপনারা এক একজন যোগ্য নেতৃত্বের অধিকারী। আপনারা পূর্বের কমিটিকে সাথে নিয়ে একত্রিত হয়ে কাজ কবেন। আপনাদের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে।’ নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের সমিতির আয় ও ব্যয়ের হিসাব থাকতে হবে। প্রতি বছরে বছরে সাধারণ সভা করতে হবে। আপনাদের এই সংগঠনকে চমৎকার একটি সংগঠনে পরিণত করতে হবে। আমরা আপনাদের সাথে থেকে সার্বক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করব।’
চুয়াডাঙ্গা সদর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অর্থবিষয়ক সম্পাদক শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর সাব-রেজিস্ট্রার গোলাম মোর্তুজা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ প্রমুখ।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আবু সাইদ ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, আমন্ত্রিত অতিথি ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আমন্ত্রিত অতিথি, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সদস্য ও সাবেক কমিটির সদস্যদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গার দলিল লেখক সমিতির প্রয়াত সদস্যদের সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহসভাপতি শাহিন আহম্মেদ, বজলু, সহসাধারণ সম্পাদক আবু জহির, সাংগঠনিক সম্পাদক গালিব আজম ওয়ারা, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক বশির আহম্মেদ এবং কার্যনির্বাহী সদস্য ছরোয়ার, হাবিব, মোবারক, শরিফুল ইসলাম ও ফকরুল।