ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তিতুদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জিপু চৌধুরী

স্বেচ্ছাসেবক লীগকে আরও বেশি সাংগঠনিক করতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / ১৪১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বড়শলুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন। নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সম্মেলনস্থল। সম্মেলনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আমাদের কাজের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ও প্রিয় সংগঠনে পরিণত হয়েছি। আমাদের নেত্রী আমাদের প্রশংসা করেন। এর থেকে বেশি কিছু আমাদের পাওয়ার নেই। আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবক লীগকে আরও বেশি সাংগঠনিক করতে হবে। প্রত্যেকটা ইউনিয়নে কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে যারা যোগ্য, ত্যাগী ও দলের জন্য পরিশ্রমী তাদেরকেই স্থান দেয়া হচ্ছে। জনগণকে সাথে নিয়ে সরকারের সাথে উন্নয়নের জন্য, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য তারা কাজ করবে।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। তারা বারবার ষড়যন্ত্র করে। স্বেচ্ছাসেবক লীগ সকল অশুভ অপকর্মকে রাজনৈতিকভাবে প্রতিহত করবে। আমরা স্বেচ্ছাসেবক লীগ থাকতে বিএনপি-জামায়াতকে আর কোনো ষড়যন্ত্র করতে দেবো না।
এর আগে ত্রিবার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মাফিজুর রহমান মাফি।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সাধারণ সম্পাদক মো. জানিফ, দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তারুজ্জামান বাবু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ইমরান আহমেদ বিপ্লব, আব্দুর রাজ্জাক, বিপ্লব আহমেদ, আবু তাহের, মামুন খন্দকার, জাহাঙ্গীর, সবুজ, আলামগীর কবির, ছাত্রলীগ নেতা আরফিন সজীব, তৌকির আহমেদ, নাসিম, অনিক, নাজমুল, মামুন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তিতুদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জিপু চৌধুরী

স্বেচ্ছাসেবক লীগকে আরও বেশি সাংগঠনিক করতে হবে

আপলোড টাইম : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বড়শলুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন। নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সম্মেলনস্থল। সম্মেলনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আমাদের কাজের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ও প্রিয় সংগঠনে পরিণত হয়েছি। আমাদের নেত্রী আমাদের প্রশংসা করেন। এর থেকে বেশি কিছু আমাদের পাওয়ার নেই। আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি।’ তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবক লীগকে আরও বেশি সাংগঠনিক করতে হবে। প্রত্যেকটা ইউনিয়নে কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে যারা যোগ্য, ত্যাগী ও দলের জন্য পরিশ্রমী তাদেরকেই স্থান দেয়া হচ্ছে। জনগণকে সাথে নিয়ে সরকারের সাথে উন্নয়নের জন্য, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য তারা কাজ করবে।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। তারা বারবার ষড়যন্ত্র করে। স্বেচ্ছাসেবক লীগ সকল অশুভ অপকর্মকে রাজনৈতিকভাবে প্রতিহত করবে। আমরা স্বেচ্ছাসেবক লীগ থাকতে বিএনপি-জামায়াতকে আর কোনো ষড়যন্ত্র করতে দেবো না।
এর আগে ত্রিবার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মাফিজুর রহমান মাফি।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সাধারণ সম্পাদক মো. জানিফ, দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তারুজ্জামান বাবু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ইমরান আহমেদ বিপ্লব, আব্দুর রাজ্জাক, বিপ্লব আহমেদ, আবু তাহের, মামুন খন্দকার, জাহাঙ্গীর, সবুজ, আলামগীর কবির, ছাত্রলীগ নেতা আরফিন সজীব, তৌকির আহমেদ, নাসিম, অনিক, নাজমুল, মামুন প্রমুখ।