ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নারী উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত সচিব প্রভাষ চন্দ্র

নারীদের এগিয়ে চলার সাহস থাকতে হবে
  • আপলোড টাইম : ০৯:২২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • / ৫৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জাতীয় মহিলা সংস্থার নারী উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে জেলার টাউন ফুটবল মাঠে ৩ দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত সচিব ও তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়ন নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রভাষ চন্দ্র রায়।

তিনি বলেন, অনেক প্রতিকূলতার মাঝে নারীকে কাজ করে নিজেদের এগিয়ে যেতে হয়। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং দেশ জাতি সমাজ ও পরিবার উন্নয়নে সমানতালে অবদান রেখে চলেছে। সারা বাংলার নারী সমাজের গর্ব প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। যার কল্যাণে দেশে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নারীর ব্যাপকভিত্তিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার ও কাজের স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশের নারীরা। নারীদের এগিয়ে চলার সাহস থাকতে হবে, হতে হবে স্বাবলম্বী হওয়ার অভিপ্রায়।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের চুয়াডাঙ্গা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ। সমাপনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা।

এর আগে গত শনিবার চুয়াডাঙ্গা নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় মহিলা সংস্থার চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাকসুরা জান্নাত, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক সভাপতি আরেফিন রঞ্জু প্রমুখ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় উদ্যোক্তারা তাদের তৈরি করা বিভিন্ন পণ্য ৫০টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের কাছে বিক্রি করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় নারী উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত সচিব প্রভাষ চন্দ্র

আপলোড টাইম : ০৯:২২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

চুয়াডাঙ্গায় জাতীয় মহিলা সংস্থার নারী উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে জেলার টাউন ফুটবল মাঠে ৩ দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত সচিব ও তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়ন নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রভাষ চন্দ্র রায়।

তিনি বলেন, অনেক প্রতিকূলতার মাঝে নারীকে কাজ করে নিজেদের এগিয়ে যেতে হয়। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং দেশ জাতি সমাজ ও পরিবার উন্নয়নে সমানতালে অবদান রেখে চলেছে। সারা বাংলার নারী সমাজের গর্ব প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। যার কল্যাণে দেশে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নারীর ব্যাপকভিত্তিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার ও কাজের স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশের নারীরা। নারীদের এগিয়ে চলার সাহস থাকতে হবে, হতে হবে স্বাবলম্বী হওয়ার অভিপ্রায়।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের চুয়াডাঙ্গা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ। সমাপনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা।

এর আগে গত শনিবার চুয়াডাঙ্গা নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় মহিলা সংস্থার চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাকসুরা জান্নাত, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক সভাপতি আরেফিন রঞ্জু প্রমুখ।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় উদ্যোক্তারা তাদের তৈরি করা বিভিন্ন পণ্য ৫০টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের কাছে বিক্রি করেছে।