ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ৭৫ বার পড়া হয়েছে

‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় দিনটি।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নারীর সম-অধিকার, সম-সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যে গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) শারমিন আক্তার।

সভাপতির বক্তব্যে শারমিন আক্তার বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে সম-অংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারা বিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। তিনি আর বলেন, এ দেশের নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনিভাবে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে। নারীর ক্ষমতায়ন, সম-অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে একটি দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, সাংবাদিক শাহ আলম সনি, সুবর্ণ মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিম্মা সুলতানা। এসময় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ:
‘নারীর সম-অধিকার, সম-সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ স্লোগানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় দিবসটি পালনে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশে কর্মরত নারী সহকর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।
পুলিশ সুপার আগত সকল নারী সহকর্মীদের ফুল উপহার দিয়ে ও কেক কেটে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সামাজিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা অপরিসীম। সমাজের অগ্রগতির জন্য মেয়েদেরকে সামনের সারিতে নিয়ে আসতে হবে। সমাজ ও কর্মক্ষেত্রে নারীর প্রতি সহনশীলতা ও সহমর্মিতা প্রদর্শন করতে হবে। নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর হয়রানি রোধ ও উপযুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বদ্ধ পরিকর।
আলোচনা সভায় নারী কনস্টেবল আফসানা, এএসআই শিউলি খাতুন, এসআই চায়না খাতুন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং নারীদের ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। ভবিষ্যতে নারীদের অবস্থার আরও উন্নতি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চমৎকার আয়োজন করার জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, ডিআইও-১, ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নরী দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
প্রধান অতিথি বলেন, ঘরে বাইরে সব জায়গায় অবাদে-নিরাপদে ভালো থাকুক সকল নারী। বাবার স্নেহে, স্বামীর সোহাগে, ভাইয়ের মমতায়, সন্তানদের শ্রদ্ধা সম্মানে, সহকর্মীদের সহানুভূতিতে, বন্ধুর গভীর ভালোবাসা বন্ধুত্বতে নারীরা থাকুন সদা হাস্যে আনন্দে স্বস্তিতে। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি, ইসট্রাক্টর জামাল হোসেন।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, শান্তনা খাতুন, রোকনুজ্জামান, উম্মে পারভীন,শারমিন খাতুন, কাজী নাফিসা, চম্মা খাতুন, শ্যামলী সরকার, মাইশা আক্তার, প্রিয়ঙ্কা, আফরোজা আক্তার রুমা, এ্যানি খাতুন, রিতা পারভীন, ফিল্ড সুপারভাইজার সোয়েব আহমেদ প্রমুখ।

জীবননগর:
জীবননগরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি পালন উপলক্ষে গতকাল শুক্রবার ৮ মার্চ সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

মেহেরপুর:
মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মেহেরপুর জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে এই শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ( ভারপ্রপ্ত) মো. শামীম হোসেনের নেতৃত্বে শহরের শিল্পকলার মোড় থেকে শুরু করে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভঅয় বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাঁফিয়া, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী আশরাফুল আলম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান

আপলোড টাইম : ১২:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় দিনটি।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নারীর সম-অধিকার, সম-সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যে গতকাল শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) শারমিন আক্তার।

সভাপতির বক্তব্যে শারমিন আক্তার বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে সম-অংশীদারিত্ব নিশ্চিত করেছে। সারা বিশ্বে তাই আজ বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। তিনি আর বলেন, এ দেশের নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনিভাবে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলাও সম্ভব হবে। নারীর ক্ষমতায়ন, সম-অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে একটি দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারী-পুরুষ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, সাংবাদিক শাহ আলম সনি, সুবর্ণ মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিম্মা সুলতানা। এসময় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ:
‘নারীর সম-অধিকার, সম-সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ স্লোগানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় দিবসটি পালনে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশে কর্মরত নারী সহকর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।
পুলিশ সুপার আগত সকল নারী সহকর্মীদের ফুল উপহার দিয়ে ও কেক কেটে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সামাজিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা অপরিসীম। সমাজের অগ্রগতির জন্য মেয়েদেরকে সামনের সারিতে নিয়ে আসতে হবে। সমাজ ও কর্মক্ষেত্রে নারীর প্রতি সহনশীলতা ও সহমর্মিতা প্রদর্শন করতে হবে। নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর হয়রানি রোধ ও উপযুক্ত কর্ম পরিবেশ নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বদ্ধ পরিকর।
আলোচনা সভায় নারী কনস্টেবল আফসানা, এএসআই শিউলি খাতুন, এসআই চায়না খাতুন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং নারীদের ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। ভবিষ্যতে নারীদের অবস্থার আরও উন্নতি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চমৎকার আয়োজন করার জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, ডিআইও-১, ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নরী দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
প্রধান অতিথি বলেন, ঘরে বাইরে সব জায়গায় অবাদে-নিরাপদে ভালো থাকুক সকল নারী। বাবার স্নেহে, স্বামীর সোহাগে, ভাইয়ের মমতায়, সন্তানদের শ্রদ্ধা সম্মানে, সহকর্মীদের সহানুভূতিতে, বন্ধুর গভীর ভালোবাসা বন্ধুত্বতে নারীরা থাকুন সদা হাস্যে আনন্দে স্বস্তিতে। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি, ইসট্রাক্টর জামাল হোসেন।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, শান্তনা খাতুন, রোকনুজ্জামান, উম্মে পারভীন,শারমিন খাতুন, কাজী নাফিসা, চম্মা খাতুন, শ্যামলী সরকার, মাইশা আক্তার, প্রিয়ঙ্কা, আফরোজা আক্তার রুমা, এ্যানি খাতুন, রিতা পারভীন, ফিল্ড সুপারভাইজার সোয়েব আহমেদ প্রমুখ।

জীবননগর:
জীবননগরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি পালন উপলক্ষে গতকাল শুক্রবার ৮ মার্চ সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

মেহেরপুর:
মেহেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মেহেরপুর জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে এই শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ( ভারপ্রপ্ত) মো. শামীম হোসেনের নেতৃত্বে শহরের শিল্পকলার মোড় থেকে শুরু করে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভঅয় বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাঁফিয়া, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী আশরাফুল আলম প্রমুখ।