ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার নবগঠিত মাখালডাঙ্গা ও শংকরচন্দ্র ইউপিতে ভোট গ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোড টাইম : ০৭:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ৬৬ বার পড়া হয়েছে

আজ শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে নির্বাচন অফিস। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ব্যালট যাবে আজ শনিবার সকালে। নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শংকরচন্দ্র ইউপিতে চেয়ারম্যান পদে আটজন, সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রশাসনের তথ্য মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশ সদস্য ও আনসার দায়িত্ব পালন করবেন। তাছাড়া র‌্যাবের টিম, বিজিবি টিম, সাদা পোষাকে ডিএসবি নজরদারি, এবং অত্যাধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত টিম থাকবে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় অফিসার, ফোর্স মোতায়েন করা হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিএসবি, ডিবি, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। পাশাপাশি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ (চন্দন)-মোটরসাইকেল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশাদুল হক-আনারস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিত সাহা-ঘোড়া, আব্দুর রাজ্জাক-চশমা ও মোহা. ওসমান গনি-অটোরিক্সা প্রতীকে লড়ছেন।
নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে জহুরুল ইসলাম-মোরগ, আনারুল ইসলাম-ভ্যানগাড়ি, ইবাদত আলী-টিউব ওয়েল ও আবু বক্কর সিদ্দিক-ফুটবল। ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সোহাগ-ফুটবল, সাইফুল ইসলাম-তালা, জয়নাল আবেদীন-বৈদ্যুতিক পাখা, মিজানুর রহমান-মোরগ ও নূর আলম-টিউব ওয়েল। ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মকবুল হোসেন-টিউবওয়েল, আশরাফুল হক-তালা, সুজন আলী-মোরগ, শামিম রেজা-ফুটবল, মুকুল চাঁদ-ঘুড়ি, সাবিদ হোসেন টিটুল-ভ্যানগাড়ি, অলিল হোসেন-লাটিম ও মুক্তার আলী-বৈদ্যুতিক পাখা। ৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মতিয়ার রহমান-টিউবওয়েল, রোকনুজ্জামান-ফুটবল, মহিদুল ইসলাম-মোরগ, জুয়েল রানা-তালা, আনোয়ার হোসেন-বৈদ্যুতিক পাখা, তহিদুল ইসলাম-ভ্যানগাড়ি, লাল্টু মিয়া-ক্রিকেট ব্যাট ও রাকিব আহম্মেদ সন্টু-ঘুরি। ৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সাইদুর রহমান-তালা, আব্দুল কাদের বিশ্বাস-মোরগ, মিজানুর রহমান-টিউবওয়েল ও নজিবুল ইসলাম সাগর-ফুটবল। ৬ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মেহবুব পারভেজ-মোরগ, নুরুল ইসলাম-বৈদ্যুতিক পাখা, মতিয়ার রহমান-ফুটবল। ৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বসির আহমেমদ-ফুটবল, মিজানুর রহমান-তালা, নাসির উদ্দীন-মোরগ ও আখের আলী–বৈদ্যুতিক পাখা। ৮ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে রবিউল হক-টিউবওয়েল, আসলাম উদ্দীন-ফুটবল, বিল্লাল হোসেন-তালা, জিল্লুর রহমান-ক্রিকেট ব্যাট ও আলা উদ্দীন-মোরগ। ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মামুন অর রশিদ-ক্রিকেট ব্যাট, খাদেমুল বাসার-ঘুড়ি, সেলিম রেজা-তালা, মহাবুল হোসেন-বৈদ্যুতিক পাখা, লিপ্টন মিয়া-ফুটবল, জামাল উদ্দীন-ভ্যানগাড়ি, বাদশা মুফতি-টিউবওয়েল ও বাচ্চু মিয়া-মোরগ প্রতীকে লড়ছেন।
১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে বেগম খাতুন-বক, রুমি আক্তার-বই, মমতাজ খাতুন-মাইক, আল্পনা খাতুন-তালগাছ, আসমা বেগম-কলম, নাছিমা খাতুন-ক্যামেরা, শিউলি খাতুন-জিরাফ ও আলেয়া বেগম-সূর্যমুখি ফুল। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে জাহানারা খাতুন-সূর্যমুখি ফুল, নাছিমা বেগম-মাইক, রোমেলা খাতুন-বক ও বিউটি খাতুন-হেলিকপ্টার। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে লাখি খাতুন-তালগাছ, আকলিমা খাতুন-হেলিকপ্টার, নাজমা খাতুন-জিারফ, আসান্নুর বেগম-সূর্যমুখি ফুল, রোজিনা পারভীন-বক, সাথী আক্তার-মাইক, খালেদা ফেরদৌস-বই ও সারমিন নাহার-কলম প্রতীকে লড়ছেন।
চেয়ারম্যান পদে শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টেবিল ফ্যান, মহিউল আলম-চশমা, সিকদার রাকিব হাসান-ঘোড়া, শফিকুল ইসলাম-রজনিগন্ধা, বখতিয়ার হোসেন-মোটরসাইকেল, কাজী আমিরুল ইসলাম-আনারস, জিসান মিয়া-টেলিফোন ও নিলুয়ার হোসেন-অটোরিক্সা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সুমন আলী-টিউবওয়েল, দুলু মিয়া-ফুটবল, শওকত আলী-বৈদ্যুতিক পাখা, মাসুদ ইকবাল-মোরগ ও মাসুদুর রহমান-তালা। ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছামাদ আলী-তালা, সোহানুর রহমান-ফুটবল, মাফুজুর রহমান-মোরগ, আব্দুল্লাহ-ভ্যানগাড়ি ও জাফর উল্লাহ শারাফাত-বৈদ্যুতিক পাখা। ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে কামরুল হাসান-বৈদ্যুতিক পাখা, আবুল কালাম আজাদ-ভ্যানগাড়ি, তুরাপ আলী-মোরগ, রফিকুল ইসলাম-ফুটবল ও জাফর ইকবাল-টিউবওয়েল। ৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে, আশাদুল হক-টিউবওয়েল, জামাল হোসেন-ভ্যানগাড়ি, সুবারেক মণ্ডল-বৈদ্যুতিক পাখা, মহির উদ্দিন মণ্ডল-তালা, উসমান গনি-মোরগ ও মেহের উদ্দীন-ফুটবল। ৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আফীল উদ্দীন-মোরগ ও মাসুদুর রহমান-তালা। ৬ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, টোকন উদ্দীন-মোরগ, মনোয়ার হোসেন-ফুটবল। ৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মানোয়ার হোসেন-টিউবওয়েল, সুজন মিয়া-ভ্যানগাড়ি, ডালু মালিতা-ফুটবল ও মুরাদ আলী-মোরগ। ৮ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সমসের আলী-ক্রিকেট ব্যাট, রায়হান উদ্দীন-ভ্যানগাড়ি, ইমরান হোসেন-ফুটবল, বিল্লাল হোসেন-বৈদ্যুতিক পাখা, শাকের আলী-টিউবওয়েল, রাসেল আহম্মেদ-তালা, সারজাদুল ইসলাম-মোরগ ও রাজু আহমেদ-ঘুড়ি। ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছানোয়ার হোসেন-তালা, কাজল-মোরগ, শহিদুল ইসলাম-ফুটবল ও আশাদুল ইসলাম-টিউবওয়েল প্রতীকে লড়ছেন।
১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে সুর্বনা শোভা-সূর্যমুখী ফুল, গুলশানারা খাতুন-মাইক, রোকসানা খাতুন-বক, ডলি খাতুন-তালগাছ রও ময়না খাতুন জিরাফ। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে রিক্তা খাতুন-বক, জাহানারা খাতুন-হেলিকপ্টার, শাহানাজ খাতুন-তালগাছ, সুফিয়া খাতুন-মাইক ও সালেহা খাতুন-সূর্যমুখী। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে পারুলা খাতুন-মাইক, হামিদা-হেলিকপ্টার, ছাহেরা বেগম-সূর্যমুখী ফুল, সুন্দরী খাতুন-জিরাফ, সেলিনা বেগম-তালগাছ ও শামিমা খাতুন-বক প্রতীকে লড়ছেন।
উল্লেখ্য, শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়। শংকরচন্দ্র ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৫৬৯ জন। এর মধ্যে নারী ৯ হাজার ৮৫৯ ও পুরুষ ৯ হাজার ৭১০ জন। মাখালডাঙ্গা ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮৩জন। এর মধ্যে নারী ৯ হাজার ৬১৫ এবং পুরুষ ভোটার ১০ হাজার ১৬৫ জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার নবগঠিত মাখালডাঙ্গা ও শংকরচন্দ্র ইউপিতে ভোট গ্রহণ আজ

আপলোড টাইম : ০৭:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

আজ শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে নির্বাচন অফিস। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ব্যালট যাবে আজ শনিবার সকালে। নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শংকরচন্দ্র ইউপিতে চেয়ারম্যান পদে আটজন, সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রশাসনের তথ্য মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশ সদস্য ও আনসার দায়িত্ব পালন করবেন। তাছাড়া র‌্যাবের টিম, বিজিবি টিম, সাদা পোষাকে ডিএসবি নজরদারি, এবং অত্যাধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত টিম থাকবে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় অফিসার, ফোর্স মোতায়েন করা হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিএসবি, ডিবি, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। পাশাপাশি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ (চন্দন)-মোটরসাইকেল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশাদুল হক-আনারস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিত সাহা-ঘোড়া, আব্দুর রাজ্জাক-চশমা ও মোহা. ওসমান গনি-অটোরিক্সা প্রতীকে লড়ছেন।
নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে জহুরুল ইসলাম-মোরগ, আনারুল ইসলাম-ভ্যানগাড়ি, ইবাদত আলী-টিউব ওয়েল ও আবু বক্কর সিদ্দিক-ফুটবল। ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সোহাগ-ফুটবল, সাইফুল ইসলাম-তালা, জয়নাল আবেদীন-বৈদ্যুতিক পাখা, মিজানুর রহমান-মোরগ ও নূর আলম-টিউব ওয়েল। ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মকবুল হোসেন-টিউবওয়েল, আশরাফুল হক-তালা, সুজন আলী-মোরগ, শামিম রেজা-ফুটবল, মুকুল চাঁদ-ঘুড়ি, সাবিদ হোসেন টিটুল-ভ্যানগাড়ি, অলিল হোসেন-লাটিম ও মুক্তার আলী-বৈদ্যুতিক পাখা। ৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মতিয়ার রহমান-টিউবওয়েল, রোকনুজ্জামান-ফুটবল, মহিদুল ইসলাম-মোরগ, জুয়েল রানা-তালা, আনোয়ার হোসেন-বৈদ্যুতিক পাখা, তহিদুল ইসলাম-ভ্যানগাড়ি, লাল্টু মিয়া-ক্রিকেট ব্যাট ও রাকিব আহম্মেদ সন্টু-ঘুরি। ৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সাইদুর রহমান-তালা, আব্দুল কাদের বিশ্বাস-মোরগ, মিজানুর রহমান-টিউবওয়েল ও নজিবুল ইসলাম সাগর-ফুটবল। ৬ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মেহবুব পারভেজ-মোরগ, নুরুল ইসলাম-বৈদ্যুতিক পাখা, মতিয়ার রহমান-ফুটবল। ৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বসির আহমেমদ-ফুটবল, মিজানুর রহমান-তালা, নাসির উদ্দীন-মোরগ ও আখের আলী–বৈদ্যুতিক পাখা। ৮ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে রবিউল হক-টিউবওয়েল, আসলাম উদ্দীন-ফুটবল, বিল্লাল হোসেন-তালা, জিল্লুর রহমান-ক্রিকেট ব্যাট ও আলা উদ্দীন-মোরগ। ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মামুন অর রশিদ-ক্রিকেট ব্যাট, খাদেমুল বাসার-ঘুড়ি, সেলিম রেজা-তালা, মহাবুল হোসেন-বৈদ্যুতিক পাখা, লিপ্টন মিয়া-ফুটবল, জামাল উদ্দীন-ভ্যানগাড়ি, বাদশা মুফতি-টিউবওয়েল ও বাচ্চু মিয়া-মোরগ প্রতীকে লড়ছেন।
১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে বেগম খাতুন-বক, রুমি আক্তার-বই, মমতাজ খাতুন-মাইক, আল্পনা খাতুন-তালগাছ, আসমা বেগম-কলম, নাছিমা খাতুন-ক্যামেরা, শিউলি খাতুন-জিরাফ ও আলেয়া বেগম-সূর্যমুখি ফুল। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে জাহানারা খাতুন-সূর্যমুখি ফুল, নাছিমা বেগম-মাইক, রোমেলা খাতুন-বক ও বিউটি খাতুন-হেলিকপ্টার। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে লাখি খাতুন-তালগাছ, আকলিমা খাতুন-হেলিকপ্টার, নাজমা খাতুন-জিারফ, আসান্নুর বেগম-সূর্যমুখি ফুল, রোজিনা পারভীন-বক, সাথী আক্তার-মাইক, খালেদা ফেরদৌস-বই ও সারমিন নাহার-কলম প্রতীকে লড়ছেন।
চেয়ারম্যান পদে শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টেবিল ফ্যান, মহিউল আলম-চশমা, সিকদার রাকিব হাসান-ঘোড়া, শফিকুল ইসলাম-রজনিগন্ধা, বখতিয়ার হোসেন-মোটরসাইকেল, কাজী আমিরুল ইসলাম-আনারস, জিসান মিয়া-টেলিফোন ও নিলুয়ার হোসেন-অটোরিক্সা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সুমন আলী-টিউবওয়েল, দুলু মিয়া-ফুটবল, শওকত আলী-বৈদ্যুতিক পাখা, মাসুদ ইকবাল-মোরগ ও মাসুদুর রহমান-তালা। ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছামাদ আলী-তালা, সোহানুর রহমান-ফুটবল, মাফুজুর রহমান-মোরগ, আব্দুল্লাহ-ভ্যানগাড়ি ও জাফর উল্লাহ শারাফাত-বৈদ্যুতিক পাখা। ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে কামরুল হাসান-বৈদ্যুতিক পাখা, আবুল কালাম আজাদ-ভ্যানগাড়ি, তুরাপ আলী-মোরগ, রফিকুল ইসলাম-ফুটবল ও জাফর ইকবাল-টিউবওয়েল। ৪ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে, আশাদুল হক-টিউবওয়েল, জামাল হোসেন-ভ্যানগাড়ি, সুবারেক মণ্ডল-বৈদ্যুতিক পাখা, মহির উদ্দিন মণ্ডল-তালা, উসমান গনি-মোরগ ও মেহের উদ্দীন-ফুটবল। ৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আফীল উদ্দীন-মোরগ ও মাসুদুর রহমান-তালা। ৬ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, টোকন উদ্দীন-মোরগ, মনোয়ার হোসেন-ফুটবল। ৭ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মানোয়ার হোসেন-টিউবওয়েল, সুজন মিয়া-ভ্যানগাড়ি, ডালু মালিতা-ফুটবল ও মুরাদ আলী-মোরগ। ৮ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সমসের আলী-ক্রিকেট ব্যাট, রায়হান উদ্দীন-ভ্যানগাড়ি, ইমরান হোসেন-ফুটবল, বিল্লাল হোসেন-বৈদ্যুতিক পাখা, শাকের আলী-টিউবওয়েল, রাসেল আহম্মেদ-তালা, সারজাদুল ইসলাম-মোরগ ও রাজু আহমেদ-ঘুড়ি। ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছানোয়ার হোসেন-তালা, কাজল-মোরগ, শহিদুল ইসলাম-ফুটবল ও আশাদুল ইসলাম-টিউবওয়েল প্রতীকে লড়ছেন।
১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে সুর্বনা শোভা-সূর্যমুখী ফুল, গুলশানারা খাতুন-মাইক, রোকসানা খাতুন-বক, ডলি খাতুন-তালগাছ রও ময়না খাতুন জিরাফ। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে রিক্তা খাতুন-বক, জাহানারা খাতুন-হেলিকপ্টার, শাহানাজ খাতুন-তালগাছ, সুফিয়া খাতুন-মাইক ও সালেহা খাতুন-সূর্যমুখী। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে পারুলা খাতুন-মাইক, হামিদা-হেলিকপ্টার, ছাহেরা বেগম-সূর্যমুখী ফুল, সুন্দরী খাতুন-জিরাফ, সেলিনা বেগম-তালগাছ ও শামিমা খাতুন-বক প্রতীকে লড়ছেন।
উল্লেখ্য, শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়। শংকরচন্দ্র ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৫৬৯ জন। এর মধ্যে নারী ৯ হাজার ৮৫৯ ও পুরুষ ৯ হাজার ৭১০ জন। মাখালডাঙ্গা ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮৩জন। এর মধ্যে নারী ৯ হাজার ৬১৫ এবং পুরুষ ভোটার ১০ হাজার ১৬৫ জন।