ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিএনপির কারামুক্ত নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান
  • আপলোড টাইম : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ৬৬ বার পড়া হয়েছে

‘জেল জুলুম মামলা, ভয় করি না আমরা’ স্লোগানে চুয়াডাঙ্গায় সদ্য কারামুক্ত ১১৪ জন নেতা-কর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে জেলা বিএনপি। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে সদ্য কারামুক্ত বিএনপির ও অঙ্গ সংগঠনের এসব নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান বিএনপির নেতারা। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিনা ভোটের সরকারের নির্দেশনায় মিথ্যা মামলায় গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত জেলার ১১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা জেল-জুলুম বা মামলার ভয় করি না। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমরা রাজপথে থাকবো। দেশের জনগণ সবসময়ই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। অধিকার আদায়ের যে সংগ্রাম তারা শুরু করেছে তাতে জয় আসবেই।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। তিনি শুভেচ্ছা বিনিময় শেষে সকল নেতা-কর্মীদের প্রতি আগামীতে দলের সাংগঠনিক ও গণসংযোগ কার্যক্রম আরও গতিশীল করতে আহ্বান জানান। শরীফুজ্জামান শরীফ বলেন, বিএনপির প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের আগামী আন্দোলনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে সকল ইউনিটের নেতা-কর্মীদের সংগঠিত করতে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন সদ্য কারামুক্ত নেতা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সদ্য কারামুক্ত জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সদ্য কারামুক্ত আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত নেতা মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির নেতা হাবিবুর রহমান বুলেট, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদ্য কারামুক্ত নেতা আবুল হোসেন তোহা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সদ্য কারামুক্ত নুর নবী সামদানী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত নেতা শমসুজ্জামান ডাবলু, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সদ্য কারামুক্ত নেতা ময়েন উদ্দীন ময়েন, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সদ্য মুক্ত নেতা দর্শনা থানা কৃষক দলের সভাপতি আশরাফুল হক বিপ্লব, সদ্য কারামুক্ত নেতা নাগদাহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মাস্টার। শুভেচ্ছা বিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মওলানা আনোয়ার হোসেন। সভায় অতিথিরা বিএনপি ও অঙ্গ সংগঠনের সদ্য কারামুক্ত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বিএনপির কারামুক্ত নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা

আপলোড টাইম : ১১:৪৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

‘জেল জুলুম মামলা, ভয় করি না আমরা’ স্লোগানে চুয়াডাঙ্গায় সদ্য কারামুক্ত ১১৪ জন নেতা-কর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে জেলা বিএনপি। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে সদ্য কারামুক্ত বিএনপির ও অঙ্গ সংগঠনের এসব নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান বিএনপির নেতারা। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিনা ভোটের সরকারের নির্দেশনায় মিথ্যা মামলায় গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত জেলার ১১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা জেল-জুলুম বা মামলার ভয় করি না। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আমরা রাজপথে থাকবো। দেশের জনগণ সবসময়ই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। অধিকার আদায়ের যে সংগ্রাম তারা শুরু করেছে তাতে জয় আসবেই।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। তিনি শুভেচ্ছা বিনিময় শেষে সকল নেতা-কর্মীদের প্রতি আগামীতে দলের সাংগঠনিক ও গণসংযোগ কার্যক্রম আরও গতিশীল করতে আহ্বান জানান। শরীফুজ্জামান শরীফ বলেন, বিএনপির প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের আগামী আন্দোলনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে সকল ইউনিটের নেতা-কর্মীদের সংগঠিত করতে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন সদ্য কারামুক্ত নেতা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সদ্য কারামুক্ত জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সদ্য কারামুক্ত আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত নেতা মনিরুজ্জামান লিপটন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির নেতা হাবিবুর রহমান বুলেট, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদ্য কারামুক্ত নেতা আবুল হোসেন তোহা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সদ্য কারামুক্ত নুর নবী সামদানী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত নেতা শমসুজ্জামান ডাবলু, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সদ্য কারামুক্ত নেতা ময়েন উদ্দীন ময়েন, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সদ্য মুক্ত নেতা দর্শনা থানা কৃষক দলের সভাপতি আশরাফুল হক বিপ্লব, সদ্য কারামুক্ত নেতা নাগদাহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মাস্টার। শুভেচ্ছা বিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মওলানা আনোয়ার হোসেন। সভায় অতিথিরা বিএনপি ও অঙ্গ সংগঠনের সদ্য কারামুক্ত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।